• বিছানায় শিশুর কান্না, রান্নাঘরে মহিলার নিথর দেহ, তদন্তে নামল পুলিশ ...
    আজকাল | ২৭ জানুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: মহিলার রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য কোচবিহারে। মৃতা অর্পিতা সিংহের বাড়ি কালজানি কুড়ারপাড় এলাকায়। ঘটনাটি ঘটেছে কোচবিহার চকচকায়। স্থানীয়দের থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুন্ডিবাড়ি থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। শুরু হয়েছে তদন্ত। 

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকাল পাঁচটা নাগাদ দীর্ঘ সময় ধরে ভাড়াটিয়া অর্পিতা সিংহের ঘরে তার দেড় বছরের শিশুর কান্না শুনতে পান বাড়ির মালিক। অথচ আর কারোর কোনও আওয়াজ শুনতে পাওয়া যায়নি। সন্দেহ হওয়ায় ভাড়াটিয়ার ঘরে যান বাড়ির মালিক। ঘরের দরজা খোলাই ছিল। দেখেন শিশুটি বিছানায় শুয়ে একটানা কেঁদে যাচ্ছে। রান্না ঘরে পরে রয়েছে তার মায়ের দেহ। সেই সময় অর্পিতার স্বামী ঘরে ছিল না। 

    বাড়ির মালিক পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়। কীভাবে বা কী কারনে ওই মহিলার মৃত্যু হল তা কেউই কিছু বুঝে উঠতে পারছে না। বাড়ির মালিক হীরামন চন্দ্র দাস জানান, অর্পিতা সিংহ ও তাঁর স্বামী রবীন্দ্র আঢ্য দীর্ঘ ৮ মাস আগে তাঁদের চকচকার বাড়িতে ভাড়া এসেছিলেন। স্বামী চকচকার রাইস মিল কাজ করতেন। বাড়ি কালজানি কুড়ারপাড় এলাকায়। আজ অর্পিতার সন্তান দীর্ঘ সময় ধরে কাঁদছিল। শুনে আমি তাদের ঘরে যাই এবং পরিস্থিতির গুরুত্ব বুঝে পুলিশকে খবর দেওয়া হয়।  ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
  • Link to this news (আজকাল)