মিল্টন সেন,হুগলি: শুরু হয়েছে ২১তম চিত্র ও ভাস্কর্য প্রদর্শনী। হুগলি চুঁচুড়া আর্ট ফোরামের উদ্যোগে চুঁচুড়া জোড়াঘাট বন্দে মাতরম ভবনে আয়োজিত প্রদর্শনী চলবে পাঁচ দিন। প্রদর্শিত হচ্ছে শহরের একাধিক শিল্পীর নানান ছবি ভাস্কর্য।
এই উদ্যোগ প্রসঙ্গে হুগলি চুঁচুড়া আর্ট ফোরামের সহ সম্পাদক দিব্যেন্দু উকিল জানিয়েছেন, 'প্রদর্শনীর মাধ্যমে প্রায় পঁচিশ জন শিল্পীর চিত্র এবং ভাস্কর্য প্রদর্শন করা হয়েছে। তবে চুঁচুড়ার এই প্রদর্শনীতে যে চিত্র এবং ভাস্কর্য প্রদর্শিত হচ্ছে, সেই শিল্পীরা প্রত্যেকেই হুগলি চুঁচুড়ার পুরসভা এলাকার বাসিন্দা। শুধু মাত্র সেই শিল্পীদের তৈরী চিত্র ও ভাস্কর্য প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে।'
দিব্যেন্দু আরও বলেন, কলকাতায় এরকম প্রদর্শনী প্রায়ই দেখা যায়। তবে কলকাতার বাইরে মফস্বল এলাকায় এই রকম উদ্যোগ মূলত হুগলি চুঁচুড়া আর্ট ফোরামই শুরু করেছে। এখানে প্রদর্শনীতে আসা মানুষেরা চিত্র ও ভাস্কর্য দেখছে এবং পছন্দ হলে সেগুলি অনেকেই ক্রয় করছেন। এতে আগামী প্রজন্ম আরও উৎসাহী হবে বলে আশাবাদী তিনি। ২৩ শে জানুয়ারী থেকে শুরু হয়ে টানা পাঁচদিন ধরে চলবে এই প্রদর্শনী।