আইনজীবীকে নিগ্রহ, চন্দননগর আদালতে কাজ বন্ধ করলেন আইনজীবীরা
আজকাল | ২৭ জানুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: হরিপাল থানার পুলিশ চন্দননগর আদালতের আইনজীবীকে নিগ্রহ করেছে। এই অভিযোগে চন্দননগর আদালতে কাজ বন্ধ করে আন্দোলনে আইনজীবীরা। আদালতের গেটে আইনজীবীরা পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ স্লোগান করেন। জানা গেছে, গত ১৫ জানুয়ারি রাতে হরিপালের আইনজীবী স্নেহাশিস রায়কে থানায় নিয়ে যায় পুলিশ। তাঁকে নিগ্রহ করা হয় বলে অভিযোগ।
ওই আইনজীবীর অভিযোগ তিনি একটি মামলার নোটিশ কমপ্লাই করেন ১০ জানুয়ারি। সেখানে হরিপাল পুলিশ তার কাছে টাকা চায়। সেই টাকা না দেওয়ায় তার উপর রাগ ছিল। ১৫ তারিখ রাতে তিনি যখন বাড়ি ফিরছিলেন, তখন তাঁকে ধরে হেনস্থা করা হয়। অভিযোগ, গায়ে বিয়ার ঢেলে দেওয়া হয়। সেসময় ওসি হরিপাল নজরুল ইসলাম সেখানে ছিলেন। যদিও তার বিরুদ্ধে কোনও মামলা দায়ের করেনি পুলিশ।এরপর হরিপাল থানার ওসি ও একজন অফিসারের বিরুদ্ধে হাইকোর্টের রিট পিটিশন দাখিল করেন ওই আইনজীবী। সোমবার চন্দননগর আদালতের সমস্ত আইনজীবী ওই আইনজীবীর পক্ষে দাঁড়িয়ে বিক্ষোভ করেন। কাজ বন্ধ রাখেন।আইনজীবীদের দাবি, অভিযুক্ত পুলিশ অফিসারের উপযুক্ত শাস্তি চাই।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার রাতে মদ্যপ অবস্থা ছিলেন আইনজীবী। রাস্তায় দাঁড়িয়ে মদ্যপান করছিলেন। তাঁকে বারণ করায় আইনজীবী পুলিশ কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করেন। তখন তাঁকে মেডিকেল করিয়ে থানায় নিয়ে যাওয়া হয়। হরিপালের অন্য এক আইনজীবীর কথা মতো তাঁর বিরুদ্ধে আইনানুগ কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। তারপরেও পুলিশের বিরুদ্ধে নিগ্রহের মিথ্যা অভিযোগ করা হচ্ছে।এমনটাই অভিযোগ উঠেছে।