আজকাল ওয়েবডেস্ক: পিকনিকে চলল গুলি। ঘটনাটি ঘটেছে নৈহাটিতে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, নৈহাটির শিবদাসপুর থানা এলাকায় ভবাগাছি এলাকায় হালদার বাগানে ২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবস উপলক্ষ্যে পিকনিকের আসর বসেছিল। পিকনিকে প্রত্যেকেই আনন্দে মেতেছিলেন। বিকেলের পর এক যুবক শূন্যে গুলি চালান বলে অভিযোগ। সূত্রের খবর, আনন্দের জন্যই ওই গুলি চালানো হয়েছে বলে শোনা গিয়েছে।
এদিকে, গুলির শব্দে আতঙ্কিত হয়ে পড়েছিলেন স্থানীয়রা। শিবদাসপুর থানায় খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরজিৎ হালদার ও প্রদীপ বর্মণ নামে দুই যুবককে গ্রেপ্তার করে। তাঁদের থেকে একটি এভেন এমএম পিস্তল পাওয়া গিয়েছে। জেরায় ধৃতরা জানিয়েছে, পিকনিকের সময় মজা করার জন্যই ওই গুলি চালানো হয়েছিল। তবে ওই আগ্নেয়াস্ত্রের কোনও লাইসেন্স নেই বলে জানা গিয়েছে। এদিকে, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই বাগান এলাকায় প্রায়ই মদ–জুয়ার আসর বসে। বাইরের থেকে একাধিক যুবক–যুবতীরাও সেখানে হাজির হয়। সোমবার ধৃতদের আদালতে তোলা হয়।
এটা ঘটনা, গত বৃহস্পতিবার মালদার মানিকচক ব্লকের নুরপুর অঞ্চলের নুরপুর টিপটপ ক্লাবের উদ্যোগে বৃহস্পতিবার রাতে ভলিবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। টুর্নামেন্টের শুরুতে শূন্যে একাধিক গুলি চালানো হয়। সেই ঘটনা নিয়ে প্রবল চাঞ্চল্য ছড়িয়েছিল।