সোয়েটারের দিন শেষ? কয়েকদিন পরেই তাপমাত্রা অনেকটা বাড়ার পূর্বাভাস
আজ তক | ২৭ জানুয়ারি ২০২৫
Winter Forecast West Bengal: পূর্বাভাস মতোই ২৬ জানুয়ারি অর্থাত্ রবিবার থেকে ফের শীতের আমেজ অনুভূত হচ্ছে। তাপমাত্রা ৩ ডিগ্রি মতো নেমে গিয়েছে। কিন্তু এই শীতের মেয়াদ আর হয়তো খুব বেশি হলে দু'দিন। সোয়েটার, কম্বল এবার তুলে রাখার সময় আসছে। মোদ্দা বিষয়, গরমকালের আগমনী বার্তা দিতে চলেছে আবহাওয়া। হাওয়া অফিসের বুলেটিন অনুযায়ী, চলতি সপ্তাহের শেষের দিকেই গরমের আভাস মিলতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বুধবার থেকেই তাপমাত্রা বাড়ার পূর্বাভাস।
তাপমাত্রা অনেকটাই বেড়ে যাবে
শীতের লুকোচুরি এবার হয়তো শেষের পথেই। সরস্বতী পুজোয় ঠান্ডা একেবারেই থাকবে না। পশ্চিমি ঝঞ্ঝার জেরে তাপমাত্রা বাড়বে। চলতি সপ্তাহের শেষের দিকে অনেকটাই বেড়ে যাবে। হাওয়া অফিসের পূর্বাভাস, বুধবার থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে। সপ্তাহান্তে ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত বেড়ে যাবে। সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি পৌঁছে যেতে পারে। সর্বোচ্চ উঠতে পারে প্রায় ২৯ ডিগ্রি। যার নির্যাস, শুষ্ক গরমের অনুভূতি মিলবে।
শীত ফেরার সম্ভাবনা কমই
এখন প্রশ্ন হল, পশ্চিমি ঝঞ্ঝা কাটবে কবে? হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের কয়েকদিন পরে এই ঝঞ্ঝা কেটে যাবে। যদিও তারপর শীত ফেরার সম্ভাবনা কমই। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কুয়াশার দাপট থাকবে দুদিন। কুয়াশার দাপট থাকবে উত্তরবঙ্গের চার জেলাতেও। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর জেলাতে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। সোমবার সকালে ঘন কুয়াশার সতর্কতা কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায়। তার ফলে রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।
বুধবার থেকে বাড়বে তাপমাত্রা
আজ অর্থাত্ সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ ২৫.২ ডিগ্রি। দক্ষিণবঙ্গের জেলাগুলি আগামী ৫ দিন বৃষ্টির পূর্বাভাস নেই। মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বেশ কয়েকটি জেলায় ২৮ জানুয়ারি অর্থাত্ মঙ্গলবার আরও বাড়বে তাপমাত্রা।