• রিলসের নেশায় মর্মান্তিক পরিণতি, ট্রেনের ছাদে উঠে মৃত্যু দশম শ্রেণির পড়ুয়ার
    বর্তমান | ২৭ জানুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, কাটোয়া: ফের রিলসের ‘বিষ’-এ মর্মান্তিক পরিণতি কিশোরের। পূর্ব বর্ধমানের কেতুগ্রামের কান্দরা স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের ছাদে উঠে রিলস করতে গিয়ে মর্মান্তিক ভাবে মৃত্যু হল এক দশম শ্রেণির পড়ুয়ার। আজ, সোমবার সকাল ১১ টা নাগাদ কাটোয়া - আমোদপুর শাখায় কান্দরা স্টেশনে এমন দুর্ঘটনা ঘটেছে।


    জানা গিয়েছে, ওভারহেডের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়েই ওই পড়ুয়ার মত্যু হয়েছে। বিকট শব্দ শুনে রেলকর্মী ও স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। কাটোয়া রেলপুলিস মৃতদেহ উদ্ধার করে। বন্ধুদের সঙ্গে ওই পড়ুয়া রিলস করতে স্টেশনে গিয়েছিল বলে দাবি। রেল  পুলিস মৃতের দুই বন্ধুকে আটক করেছে। গোটা ঘটনায় এলাকায় শোরগোল পড়ে গিয়েছে।


    রেলপুলিস সূত্রে খবর, মৃতের নাম মহম্মদ ইব্রাহিম চৌধুরী ওরফে দিসান। স্থানীয় ও রেল সূত্রে জানা গিয়েছে, আজ সকালে ইব্রাহিম বাড়ি থেকে দুই বন্ধুর সঙ্গে বের হয়ে স্টেশনে আসে। প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই পড়ুয়া নিজের মোবাইল নিয়ে হাত তুলে নায়কের মত পোজ দেয়। আর নীচে দাঁড়িয়ে ভিডিও করছিল বাকি দুই বন্ধু। তারপরেই ওভারহেড তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁর মৃত্যু হয়। ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।


     
  • Link to this news (বর্তমান)