নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি: উত্তরবঙ্গের জলপাইগুড়িতে সপ্তাহান্তে ভ্রমণের নয়া ঠিকানা খুঁজে পেলেন ভ্রমণ পিপাসুরা। দূর ভ্রমণ তো সকলেরই পছন্দ। কিন্তু হাতের কাছে ছোট্ট ভ্রমণস্থলের কদরও বর্তমানে লাফিয়ে লাফিয়ে বাড়ছে। কারণ, পিকনিক করতে হলে বাড়ির কাছাকাছি স্থানই আদর্শ। জলপাইগুড়িতে এমনই দিনের দিনে ভ্রমণের জন্য স্থানীয় মানুষের কাছে পরিচিত হয়ে উঠছে বোদাগঞ্জের গৌরিকোণ।
শীতের মরশুমে জঙ্গল লাগোয়া এই এলাকায় বহু মানুষ এমনিতেই পিকনিক করতে আসেন। এছাড়াও ছুটির দিনে এখানে সপরিবার ঘুরতে আসা মানুষের সংখ্যাও কম নয়। একদিকে জঙ্গল অন্যদিকে তিস্তার বিশাল ক্যানভাস। মনোরম এই প্রাকৃতিক সৌন্দর্যের কারণেই জায়গাটি আশপাশের পর্যটকদের কাছে পছন্দের গন্তব্য হয়ে উঠেছে। ছুটির দিনগুলিতে লোকজনের ভিড় বাড়তে থাকায় গৌরিকোণে খুলতে শুরু করেছে বেশ কয়েকটি ভাজাভুজির দোকানও। আবার তিস্তার চরে ফলানো টাটকা শাকসবজি নিয়েও বিক্রির আশায় বসছেন এলাকার মানুষজন।
ফলে গৌরিকোণে ঘুরতে এসে একইসঙ্গে খাওয়া-দাওয়া ও বাজার হাট সেরে বাড়ি ফিরছেন অনেকে। পর্যটকরা এমন প্রাকৃতিক সৌন্দর্যপূর্ণ স্থানে ভিড় জমানোয় বিকিকিনি বাড়ছে দোকানদারদেরও। ফলে দারুণ খুশি তাঁরাও।