মেয়ের বিয়ের এক সপ্তাহ আগে গয়নাসহ চুরি গেল ১৩ লক্ষ টাকা, মাথায় হাত বাবার
বর্তমান | ২৭ জানুয়ারি ২০২৫
সংবাদদাতা, নাগরাকাটা: তিল তিল করে মেয়ের বিয়ের জন্য অর্থ জোগাড় করেছিল পরিবার। আর বিয়ের ঠিক ৭ দিন আগে চরম অঘটন। গভীর রাতে বাড়ি থেকেই চুরি গেল নগদ ও গয়নাসহ প্রায় ১৩ লক্ষ টাকা। ফলে মাথায় হাত পড়েছে মেয়ের বাবার। আগামী ২ ফেব্রুয়ারি, ঠিক সাত দিনের মাথায় মেয়ের বিয়ে। কী ভাবে সব হবে? তা ভেবে কূল কিনারা করতে পারছেন না তিনি।
রবিবার গভীর রাতে এই চুরির ঘটনা ঘটেছে নাগরাকাটা ব্লকের সুলকাপাড়া গ্রামপঞ্চায়েতের পাটোয়ারি পাড়ায়। সন্দেহ করা হচ্ছে, কোনও নেশাজাতীয় ওষুধ দিয়ে পরিবারের সবাইকে ঘুমে প্রায় অচৈতন্য করে এই কাণ্ড ঘটিয়েছে চোর। কারণ, রাতে এই মস্ত চুরির কোনও শব্দ ঘুণাক্ষরেও টের পায়নি পরিবার।
সোমবার সকালে চুরির খবর জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ওই বাড়িতে ভিড় জমান বহু স্থানীয় মানুষ। খবর দেওয়া হয় পুলিসেও। সকাল বেলাই ঘটনার তদন্ত করতে বাড়িতে আসে নাগরাকাটা থানার পুলিস। বিয়ের একেবারে আগের মুহূর্তে এমন ঘটনায় ভেঙে পড়েছে মেয়ের বাবা-মা সহ পরিবারের অন্য আত্মীয়রাও।