• ১০০ ঘণ্টা পর চালু বালি ব্রিজ, হাঁফ ছেড়ে বাঁচলেন যাত্রীরা
    দৈনিক স্টেটসম্যান | ২৭ জানুয়ারি ২০২৫
  • ১০০ ঘণ্টা পর চালু হল বালি ব্রিজ। সোমবার সকাল থেকে বালি ব্রিজে সমস্ত ধরনের যানচলাচল শুরু হয়েছে। এর ফলে সপ্তাহের প্রথম কাজের দিনে স্বস্তিতে যাত্রীরা। মেরামতির জন্য গত ২২ জানুয়ারি রাত ১২টা থেকে বন্ধ রাখা হয়েছিল বালি ব্রিজ, অর্থাৎ বিবেকানন্দ সেতুর এক দিকের লেন। এছাড়া ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ রাখা হয়েছিল। এর জেরে অফিস যাওয়ার সময় চরম ভোগান্তির মুখে পড়েন যাত্রীরা।

    নিবেদিতা সেতু দিয়ে অনেকেই বালি হল্টে নেমে মেন লাইনে ট্রেন ধরেন। তাঁদের টোল প্লাজা ছাড়িয়ে কমপক্ষে দেড় কিলোমিটার দূরে নামতে হচ্ছিল। তারপর অনেকটা পথ হেঁটে যাতায়াত করতে হচ্ছিল। পরিস্থিতি সামাল দিতে যাত্রীদের সুবিধার কথা ভেবেই নিবেদিতা সেতুর টোলপ্লাজার রাস্তার ধারের পাঁচিলের কিছুটা অংশ ভেঙে দেওয়া হয়। বিকল্প রাস্তাটিও আপাতত গার্ড রেলিং দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। নিরাপত্তা বজায় রাখতে সেখানে ফের পাঁচিল দেওয়া হবে।

    বালিঘাট এবং বালি হল্ট স্টেশনের মাঝে ৯৫ বছরের প্রাচীন বালি ব্রিজের মেরামতির জন্য যানচলাচল বন্ধ রাখা হয়েছিল। সেতুর উপর সম্পূর্ণ পাওয়ার ব্লক করে কাজ চলে। সেই কারণে টানা ১০০ ঘণ্টা ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল। ২২ জানুয়ারি রাত ১২টায় কাজ শুরু হয়। ২৭ জানুয়ারি ভোর ৪টেয় কাক শেষ হয়। ২২ জোড়া ডানকুনি লোকাল ট্রেন বাতিল করা হয়েছিল। শুধু লোকাল ট্রেনই নয়, বেশ কয়েকটি এক্সপ্রেসও বাতিল করা হয়েছিল।

    একদিকে হাওড়া-হুগলির সংযোগস্থল, অন্যদিকে দক্ষিণেশ্বর, বরাহনগর হয়ে কলকাতা ও উত্তর ২৪ পরগণার সঙ্গে যোগাযোগের একমাত্র ভরসা এই বালি ব্রিজই। ২২ জানুয়ারি রাত থেকে দক্ষিণেশ্বর থেকে বালিগামী ভারী গাড়িগুলিকে পাশের নিবেদিতা সেতু দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়। বালিঘাট থেকে দক্ষিণেশ্বর আসার লেনটি চালু থাকলেও অন্য লেন বন্ধ থাকায় রোজ সকাল থেকে যানজট শুরু হয় রাস্তাটিতে।

    প্রতিটি বাসেই বাদুরঝোলা ভিড় ছিল। রেল সূত্রে জানা গিয়েছে, দিন-রাত পালা করে প্রায় ১,০০০ জন শ্রমিক কাজ করেন। ব্রিজের পুরনো গার্ডার এবং ব্যালাস্ট কেটে অপসারণ করা হয়। নতুনভাবে বসানো হয়েছে ব্যালাস্ট এবং গার্ডার। ২৭ জানুয়ারি ভোর চারটের মধ্যে কাজ শেষ করার যে কথা ছিল, তার আগেই কাজ শেষ করে রেল। ফলে সোমবার থেকে আবার ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। অন্যদিকে বালি ব্রিজেও যান চলাচল একেবারেই স্বাভাবিক। বাস ও ট্রেন পরিষেবা সচল হওয়ায় খুশি যাত্রীরা।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)