• পিকনিকের আনন্দেও এবার শূন্যে গুলি! গ্রেফতার ২...
    ২৪ ঘন্টা | ২৭ জানুয়ারি ২০২৫
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাস ব্যুরো: হাতে সেভেন এমএম পিস্তল। পিকনিকেও এবার শূন্য়ে গুলি! ২ জনকে গ্রেফতার করেছে পুলিস। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার নৈহাটিতে।

    পুলিস সূত্রে খবর, গতকাল রবিবার ২৬ জানুয়ারির রাতে পিকনিক চলছিল নৈহাটির শিবদাসপুর থানার ভবাগাছির এলাকার মল্লিকবাগানে। নাচ-গান, হইহুল্লোড়ে মেতে উঠছিলেন বেশ কয়েকজন যুবক। বসেছিল মদ্যপানের আসরও। এরপর আমচকাই শূন্যে দু'রাউন্ড গুলি চালানো হয় বলে অভিযোগ। গুলির শব্দে পেয়ে থানায় খবর দেন স্থানীয় বাসিন্দা। পুলিস আসে। গ্রেফতার করা হয়  প্রদীপ বর্মন ও সুরজিত্‍ হালদার নামে দু'জনকে। তাঁদের কাছে সেভেন এমএম পিস্তল পাওয়া গিয়েছে।

    এদিকে মালদহের মানিচক আবার ভলিবল টুর্নামেন্টের উদ্বোধনে শূন্যে গুলি চলেছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে দিয়েছে সেই ভিডিয়ো। ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে। একটি লাইনে পর পর দাঁড়িয়ে বন্দুক উঁচিয়ে গুলি ছুঁড়ছেন বেশ কয়েকজন যুবক।    শুধু তাই নয়, গুলি চালানোর সময়ে রীতমতো হাততালি দিয়ে উচ্ছ্বাসে ফেটে পড়েন দর্শকরা। আগ্নেয়াস্ত্র ও কার্তুজ বাজেয়াপ্ত করেছে পুলিস। কিন্তু কারা গুলি চালাল? এখনও পর্যন্ত আটক বা গ্রেফতারির কোনও খবর নেই।

     

  • Link to this news (২৪ ঘন্টা)