• প্রকাশ্যে নাবালিকাকে টেনে হিঁচড়ে নিয়ে গেল জঙ্গলে, তারপর যা হল...ভয়ংকর!
    ২৪ ঘন্টা | ২৭ জানুয়ারি ২০২৫
  • দিব্যেন্দু সরকার: প্রকাশ্য দিবালোকে এক ছাত্রীর উপর দুষ্কৃতী তান্ডব। সাইকেলে করে টিউশনি পড়তে যাওয়ার সময় তিন দুষ্কৃতী তাঁকে সাইকেল থেকে নামিয়ে টেনে হিঁচড়ে জঙ্গলে নিয়ে যায়। সেই সঙ্গে জঙ্গলের মধ্যে তার মুখে জোর করে তরল ওষুধ জাতীয় কিছু খাইয়ে ফেলে দিয়ে যায়। এরপরই নাবালিকার গলা থেকে পেট জ্বালা করতে শুরু করে। শুরু হয় রক্তবমি। এই ঘটনায় তীব্র আতঙ্কে ওই ছাত্রী ও তাঁর পরিবার পরিজন। সোমবার ঘটনাটি ঘটেছে আরামবাগের ডোঙ্গলের বামুনডাঙ্গা এলাকায়।

    এই ঘটনায় তড়িঘড়ি ওই ছাত্রীকে আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও দুষ্কৃতীরা বাইকে করে চম্পট দেয়। তবে পরিবারের লোকের দাবি, এবারই প্রথম নয়। মাস তিনেক ধরেই ওই ছাত্রীর উপর বেশ কয়েক বার ওই দুষ্কৃতীরা হামলা চালানোর চেষ্টা করে। এদিন আরামবাগ থানায় অভিযোগ জানাবেন ভেবেছিলেন। তার আগেই আবার এই ঘটনা ঘটে যায়। ছাত্রীটিকে আরামবাগ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে চিকিৎসাধীন।

    উল্লেখ্য, কিছুদিন আগেই রাস্তায় ফেলে মহিলাকে বিবস্ত্র করে মারা হল। আর অপমানের জেরে আত্মঘাতী হলেন মহিলা। ঘটনাটি ঘটেছে গত সোমবার রাতে। এরপর মঙ্গলবার সকালে বাড়ি থেকে মহিলার দেহ উদ্ধার করে পুলিস। সূত্রের খবর, জমি সংক্রান্ত বিবাদের জেরে দীর্ঘদিন ধরে অনুপমা সরকারকে হুমকি দিচ্ছিল বিজেপি কর্মী মমতা সরকার ও তার অনুগামীরা। এদিন ঝামেলা চরমে ওঠে। 

    আত্মঘাতী মহিলার পরিবারের অভিযোগ, মারধরের সময়ে মহিলার পোশাকও ছিঁড়ে যায় এবং সেই অবস্থাতেই মারধর করা হয়েছে ওই বধূকে। সেই লজ্জায় তিনি আত্মহত্যা করেছেন বলে দাবি। ঘটনাটি ঘটেছে ঘোলা থানার অন্তর্গত নিউ ব্যারাকপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে। জমি দখলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে অনুপমা সরকারকে হুমকি দেয় বিজেপি কর্মী মমতা সরকার ও তার অনুগামীরা। তারপর গতকাল, বুধবার রাতে সেই বচসা পৌঁছে যায় চরম পর্যায়ে। 

     

  • Link to this news (২৪ ঘন্টা)