• রিলস তৈরির নেশায় ট্রেনের মাথায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বর্ধমানের মাধ্যমিক পরীক্ষার্থীর
    প্রতিদিন | ২৭ জানুয়ারি ২০২৫
  • সৌরভ মাজি, বর্ধমান: রিলস তৈরির নেশায় বুঁদ। সুযোগ পেলেই স্মার্টফোন হাতে রিলস তৈরি করত। সোশাল মিডিয়ায় শেয়ার করার পর কেমন প্রতিক্রিয়া আসছে, সেদিকেও নজর রাখত সারাক্ষণ। রিলস তৈরির নেশাই কাড়ল প্রাণ। মৃত্যু হল বর্ধমানের মাধ্যমিক পরীক্ষার্থীর।

    মৃত দিশান চৌধুরী। বছর ষোলোর ওই কিশোর কেতুগ্রাম আশুতোষ মেমোরিয়াল স্কুলের ছাত্র। সোমবার সকালে তিন বন্ধুর সঙ্গে বাড়ি থেকে বেরয় দিশান। কান্দরা স্টেশনে যায় সে। ৩ নম্বর প্ল্যাটফর্মে একটি পরিত্যক্ত ট্রেন ছিল। মোবাইল হাতে একেবারে ট্রেনের মাথায় উঠে পড়ে। রিলস বানানোর সময় বিদ্যুতের তারের সঙ্গে তার শরীরের স্পর্শেই ঘটে অঘটন। মুহূর্তে ঝলসে যায় দিশান। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। বেশ কিছুক্ষণ পর ঘটনাস্থলে পৌঁছয় রেলপুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।

    দিশানের মামা হাসিদ মুরুল আবেদিন জানান, “সোমবার সকালে ভাগ্নে কান্দরা স্টেশনে যায়। তিন বন্ধুও সঙ্গে ছিল। ট্রেনের মাথায় উঠে রিলস বানানো সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়। আমরা খবর পাওয়ামাত্রই দৌড়ে যাই।” পরিবার সূত্রে খবর, পড়াশোনায় খুব খারাপ ছিল না দিশান। প্রতি বছর ভালো নম্বর পেয়ে পাশ করত। এই বছর ছিল মাধ্যমিক। তবে ইদানীং নাকি স্মার্টফোনের প্রতি বেশি আকৃষ্ট হয়ে পড়েছিল সে। ঘন ঘন রিলস বানাত। তা নিয়ে বাড়িতে বকাঝকাও খেত সে। তবে কারও বারণে কোনও কাজ হত না। স্মার্টফোনের প্রতি অতিরিক্ত নেশাই শেষমেশ প্রাণ কাড়ল দিশানের। এই ঘটনায় স্বাভাবিকভাবেই পরিবারে নেমেছে শোকের ছায়া।
  • Link to this news (প্রতিদিন)