জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে থাকাকালীন মহিলাকে বেশ কিছু টাকা দিয়েছিলেন। পরে সম্পর্কের অবনতি হলে পাওনা টাকা চাইতে গিয়ে অ্যাসিড আক্রমণের শিকার যুবক। গুরুতর জখম হয়ে হাসপাতালে তিনি ভর্তি ছিলেন। হামলার ঘটনায় তাঁর একটি চোখের দৃষ্টি নষ্ট হয়েছে। অন্য চোখের দৃষ্টিও ঝাপসা হয়েছে বলে খবর। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার মেহেরপুরে। পুলিশে অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত ওই যুবক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মেহেরপুর এলাকার বছর ২৮ এর যুবক হামজা মণ্ডল অ্যাসিড হামলার শিকার হয়েছেন। চলতি মাসের ৭ জানুয়ারি রাতে ওই অ্যাসিড হামলার ঘটনা ঘটেছে। হামজা মণ্ডলের সঙ্গে এলাকারই বাসিন্দা আসমাতারা বিবির যোগাযোগ হয়েছিল। দুজনের সংসার থাকলেও তাঁদের মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্ক হয় বলে খবর। সেসময় বেশ কিছু টাকা ওই মহিলাকে ধার হিসেবে দিয়েছিলেন বলে দাবি হামজার। ইদানীং দুজনের মধ্যে যোগাযোগও কমে গিয়েছিল।
প্রয়োজন পড়ায় ওই টাকা চাইতে শুরু করেন হামজা। ঘটনার দিন রাতে ওই যুবককে তাঁদের বাড়ি যেতে বলেন অভিযুক্ত মহিলা। রাত সাড়ে নটা নাগাদ হামজা ওই মহিলার বাড়িতে পৌঁছলে শুরু ঝামেলা। আসমাতারা বিবি ও তাঁর স্বামী হামজার সঙ্গে তর্ক শুরু করেন। অভিযোগ, কিছু বুঝে ওঠার আগেই তাঁর মুখ লক্ষ্য করে অ্যাসিড মারা হয়। প্রবল জ্বালায় ওই যুবক মাটিতে লুটিয়ে ছটফট করতে থাকেন।
স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যান। অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, হামজার ডান চোখের দৃষ্টিশক্তি চলে গিয়েছে। বাম চোখও গুরুতর ক্ষতির সম্মুখীন। হাসপাতাল থেকে বাড়ি ফেরার পরেই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ওই স্বামী-স্ত্রীর বিরুদ্ধে। পালটা ওই যুবকের বিরুদ্ধেও থানায় অভিযোগ দায়ের হয়েছে বলে খবর। পুলিশ গোটা ঘটনা তদন্ত করে দেখছে।