গুলেন বারির থাবায় এবার কলকাতায় আক্রান্ত ২ শিশু, আশঙ্কাজনক এক
প্রতিদিন | ২৭ জানুয়ারি ২০২৫
রমেন দাস: গুলেন বারি সিনড্রোমের থাবা এবার খাস কলকাতায়। দুই শিশু এই বিরল স্নায়ুরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গিয়েছে। মহারাষ্ট্রে এই রোগ ব্যাপক আকারে ছড়িয়ে পড়ায় আতঙ্ক বেড়েছে। এবার সেই রোগ দেখা গেল বাংলাতেও।
কলকাতার ইনস্টিটিউট অব চাইল্ড হেলথে ওই দুই শিশুকে নিয়ে এসেছিল তাঁদের পরিবার। শিশু দুটির শরীর ক্রমশ দুর্বল হয়ে পড়ছিল। শরীরের হাত-পাও অসাড় হতে যেতে থাকে। চিকিৎসকরা তাঁদের পরীক্ষানিরীক্ষা শুরু করেন। পরে জানা যায় দুজনের শরীরেই বাসা বেঁধেছে ওই জটিল রোগ। চিকিৎসক প্রভাস গিরির অধীনে ওই দুই খুদের চিকিৎসা চলছে বলে খবর।
জানা গিয়েছে, সাত বছর বয়সী এক শিশুর বাড়ি দক্ষিণ ২৪ পরগনার জয়নগর এলাকায়। সে ওই হাসপাতালে গত ২৫ দিন ধরে পিআইসিইউতে রয়েছে। আট বছর বয়সী অন্য শিশুর বাড়ি উত্তর ২৪ পরগনার বাগুইআঁটি এলাকায়। গত ১২ দিন ধরে সেও পিআইসিইউতে চিকিৎসাধীন। চিকিৎসক প্রভাস গিরি জানাচ্ছেন, আট বছরের ওই শিশুর শারীরিক অবস্থা বেশ আশঙ্কাজনক। তবে অন্যজন চিকিৎসায় সাড়া দিচ্ছে। একাধিক উপসর্গ তাদের শরীরে দেখা দিয়েছিল। তারা প্রতিকূলতা কাটিয়ে সুস্থ হয়ে উঠবে। এমনই মনে করছে চিকিৎসক মহল।
এই রোগ নিয়ে বিভিন্ন মহলে আতঙ্ক ছড়িয়েছে। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা স্নায়ুকে আক্রমণ করে। ধীরে ধীরে শরীরের স্নায়ুগুলি কাজ বন্ধ করে। হাত-পা ক্রমশ অসাড় হয়ে যায়। পক্ষাঘাতগ্রস্ত হওয়ার আশঙ্কাও রয়েছে। চিকিৎসকরা সাধারণ বাসিন্দাদের ভয় পেতে বারণ করছেন। স্নায়ুজনিত কোনও শারীরিক সমস্যা দেখা দিলে অবিলম্বে চিকিৎসকদের পরামর্শ নেওয়ার বার্তা দেওয়া হয়েছে।