• এসএফআইয়ের বিকাশ ভবন অভিযানে ধুন্ধুমার, লাঠিচার্জ পুলিশের
    প্রতিদিন | ২৭ জানুয়ারি ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এসএফআইয়ের বিকাশ ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার। সোমবার দুপুরে সল্টলেকের করুণাময়ী থেকে বিকাশ ভবন পর্যন্ত মিছিল ছিল এসএফআই কর্মী-সমর্থকদের। রাজ্যের শিক্ষাক্ষেত্রে একাধিক দাবিতে এই কর্মসূচি বলে জানা গিয়েছে। সেই অভিযান ঘিরেই জটিল হল পরিস্থিতি।

    বিকাশ ভবনের আগেই মিছিল আটকে দেয় পুলিশ বাহিনী। মুহূর্তে পরিস্থিতি রণক্ষেত্র হয়ে ওঠে। আগে থেকেই গার্ডরেল দিয়ে রাস্তা আটকানো ছিল। সেই ব্যারিকেড ভেঙে এগোতে চান বিক্ষোভকারীরা। সেসময় বাধ্য হয়ে লাঠিচার্জ করে পুলিশ। অনেকে বিক্ষোভকারী রাস্তায় শুয়েও পড়েন। পরে বিক্ষোভকারীদের সেখান থেকে গ্রেপ্তার করা হয়। ঘটনায় যথেষ্ঠ উত্তপ্ত ওই এলাকা।

    সোমবার দুপুরে মিছিল করে বিকাশ ভবনের সামনে যাওয়ার চেষ্টা করেছিলেন এসএফআই কর্মী-সমর্থকরা। এই কর্মসূচি আটকাতে বিশাল পুলিশ বাহিনী ওই চত্বরে আগে থেকেই মোতায়েন ছিল। মিছিল আটকাতে একাধিক জায়গায় ব্যারিকেড করে রাখা হয়। বিক্ষোভকারীরা সেই ব্যারিকেড ভেঙে এগনোর চেষ্টা করলেই উত্তেজনা বাড়ে। পুলিশ প্রথমে তাঁদের আটকানোর চেষ্টা করে। সেসময় পুলিশের উপর বিক্ষোভকারীরা চড়াও হন বলে অভিযোগ। শুরু হয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। পরিস্থিতি আয়ত্ত্বে আনতে শেষপর্যন্ত পুলিশ লাঠি চালাতে বাধ্য হয়।

    লাঠি উঁচিয়ে বিক্ষোভকারীদের তাড়া করে পুলিশ। ঘটনাস্থলে প্রচুর সংখ্যায় র?্যাফও মোতায়েন ছিল। গোটা এলাকা কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে। সেসময় বহু এসএফআই কর্মী-সমর্থক রাস্তায় বসে-শুয়ে পড়েন। রাস্তা ফাঁকা করতে পুলিশ বিক্ষোভকারীদের গ্রেপ্তার করে। পুলিশের গাড়িতে তোলা নিয়েও বেশ কিছুক্ষণ ঝামেলা হয়। পুরুষ পুলিশ কর্মীরা মহিলা বিক্ষোভকারীদের উপর চড়াও হয়েছেন বলে অভিযোগ। ড্রপ আউটদের ক্লাসে ফেরাতে বিশেষ অর্থনৈতিক বরাদ্দ করতে হবে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসাগুলির পরিকাঠামোগত উন্নয়ন করতে হবে। শিক্ষক এবং ছাত্রদের অনুপাতে ভারসাম্য রাখতে সমস্ত স্তরে দুর্নীতিমুক্ত শিক্ষক নিয়োগ করতে হবে। প্রতিটি ক্যাম্পাসে ফ্রি ইন্টারনেট জোন চাই। শিক্ষাক্ষেত্রে দুর্নীতি রোখা-সহ একাধিক দাবিতে এদিনের কর্মসূচি বলে জানা গিয়েছে।
  • Link to this news (প্রতিদিন)