এসে গেল চিকিৎসক-নার্সদের নিয়ে তৃণমূলের নতুন সংগঠন, কীভাবে সদস্য হবেন?
হিন্দুস্তান টাইমস | ২৭ জানুয়ারি ২০২৫
আরজি কর কাণ্ডের পরে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের চাপে মহা অস্বস্তিতে পড়েছিল রাজ্য সরকার। তবে সেই আন্দোলন এখন অনেকটাই স্তিমিত। আর এবার চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য়কর্মীদের নিয়ে আত্মপ্রকাশ হল নতুন সংগঠনের। প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন। আর সেই নয়া সংগঠনের দায়িত্বে মন্ত্রী শশী পাঁজা। সোমবার আত্মপ্রকাশ করেছে শাসকদল প্রভাবিত চিকিৎসকদের সেই সংগঠন।
নাম দেওয়া হয়েছে প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন। এদিকে প্রগ্রেসিভ ডক্টরস অ্যাসোসিয়েশন বলে একটি সংগঠন এখনও রয়েছে। সেটাও শাসকদল প্রভাবিত। ফের অপর একটি সংগঠন। তবে ইঙ্গিত মিলেছে যে প্রগ্রেসিভ ডক্টরস অ্যাসোসিয়েশন আগামী দিনে প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন মিশে যেতে পারে।
মন্ত্রী জানিয়েছেন, সব বিশৃঙ্খলার বিরুদ্ধে আমরা কাজ করব। কোনও সময় স্বাস্থ্য় পরিষেবা যাতে ব্যহত না হয় আমরা সেটা খেয়াল রাখব।
তিনি বলেন, প্রত্যেকেই কিন্তু মুখ্য়মন্ত্রী যে দূরদর্শিতা দেখিয়েছেন সেটাকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়…আমরা প্রত্যেকেই অ্যাসোসিয়েশনে প্রতিশ্রুতিবদ্ধ। স্বাস্থ্য়ক্ষেত্রে সমণ্বয় গড়ে তোলা। সরকার ও চিকিৎসক সম্প্রদায়ের মধ্য়ে সমণ্বয় গড়ে তুলবে। বিভিন্ন ক্ষেত্রে অসুবিধা থাকতে পারে। সমস্যা থাকতে পারে। আমরা বিশৃঙ্খলা দূর করার চেষ্টা করব। আমরা বিশৃঙ্খলা র বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য এই প্রোগ্রেসিভ হেলথ অ্য়াসোসিয়েশন কাজ করবে। যাতে বিশৃঙ্খলা না থাকে সেটা দেখা হবে। চিকিৎসক ও রোগী উভয়ের স্বার্থ যাতে রক্ষা করা হয় সেটা দেখা হবে। ডাক্তার ও স্বাস্থ্য়কর্মীদের মধ্য়ে দায়বদ্ধতা রক্ষার একটা দায়িত্ব আমাদের থাকে। সরকারি হাসপাতালে কাজ বন্ধের যদি প্রবনতা যদি থাকে তবে তা বন্ধ করা। সমস্যার সমাধানের জন্য় একটা গঠনমূলক আলোচনা হবে। এটা আমাদের লক্ষ্য। কাজের পরিবেশকে উন্নত করা। কাজের ক্ষেত্রে স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের সুরক্ষার দিকটিও আমাদের নজর থাকবে।
শশী পাঁজা বলেন, এই প্রোগ্রেসিভ হেলথ অ্য়াসোসিয়েশনের ইমেল অ্যাড্রেস থাকবে। যারা স্বাস্থ্য় পরিষেবার সঙ্গে যারা যুক্ত তারা এই ইমেলের মাধ্যমে ইচ্ছা প্রকাশ করবেন যাতে তারা এই সংগঠনে যুক্ত হতে পারেন। সেগুলো আমরা দেখে নেব। এই সংগঠনের রাজ্য এক্সিকিউটিভ বডির প্রথম মিটিং হবে ৮ ফেব্রুয়ারি ২০২৫। প্রোগ্রেসিভ হেলথ অ্য়াসোসিয়েশন স্বাস্থ্য় ভবনের সঙ্গে যোগাযোগ করবে।
সূত্রের খবর, শাসকদেল একাধিক চিকিৎসক জনপ্রতিনিধি, প্রাক্তন জনপ্রতিনিধিকে এই নয়া সংগঠনে রাখা হয়েছে।