• আমরা কি ক্রিমিনাল? ব্রাত্যকে বিকাশ ভবনে শূন্য মার্কশিট দিতে গিয়ে মার খেল এসএফআই
    হিন্দুস্তান টাইমস | ২৭ জানুয়ারি ২০২৫
  • এসএফআইয়ের বিকাশ ভবন অভিযানকে কেন্দ্র করে সোমবার একেবারে ধুন্ধুমার কাণ্ড। বিকাশ ভবনের সামনে তুমুল আন্দোলন এসএফআইয়ের। দফয়া দফায় আন্দোলন। এসএফআইয়ের কর্মী সমর্থকরা দলে দলে জড়ো হয়েছিলেন বিকাশ ভবনের সামনে। আগে থেকেই পুলিশ বড় ব্যারিকেড তৈরি করে রেখেছিল। দুদিক থেকে তারা বিকাশ ভবনের সামনে আসার চেষ্টা করে। কিন্তু পুলিশও এদিন পুরোদস্তুর তৈরি ছিল। 

    পুলিশ কার্যত জোর করে এসএফআই কর্মী সমর্থকদের সরানোর চেষ্টা করে। একের পর এক এসএফআই কর্মী সমর্থকদের জোর করে প্রিজন ভ্যানে তোলে পুলিশ। এসএফআইয়ের অভিযোগ পুলিশ এদিন লাঠিচার্জ করেছিল। তার জেরে একাধিক কর্মী সমর্থক আহত হয়েছেন। 

    আন্দোলনকারী নেতারা বলেন, আমরা তো পুলিশের উপর আক্রমণ করতে যাইনি। আমরা ভাঙচুর করতে চাইনি। আমরা তৃণমূল বিজেপি নই। শিক্ষামন্ত্রীর সঙ্গে আমরা দেখা করকে চেয়েছিলাম। কিন্তু পুলিশ আমাদের লাঠিচার্জ করল। 

    অপর এক এসএফআই নেতা বলেন, আমরা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর হাতে শূন্যর মার্কশিট আমরা দেবই। আমরা তাকে শূন্য মার্কশিট দেব। আমরা নিরস্ত্র অবস্থায় এসেছি। আমরা ভাঙচুর করার লোক নই। আমরা ব্যারিকেড ভেঙে প্রবেশের চেষ্টা করিনি। পুলিশ জোর করে আমাদের সরায়। পুলিশ আমাদের লাথি মেরেছে। সাধারণ ছাত্রছাত্রীরা কয়েকটা কথা বলতে এসেছিলেন।তাদের লাঠিচার্জ করা হল। 

    এদিকে প্রথম দফায় পুলিশ বেশ কয়েকজনকে সরিয়ে দেয় বিকাশ ভবনের সামনে থেকে। এরপর পুলিশ কিছুটা স্বস্তি পেয়েছিল। কিন্তু তারপর ফের এসএফআই অন্য় দিক থেকে এগিয়ে আসতে শুরু করে। এরপর ফের এলাকায় উত্তেজনা ছড়ায়। 

    মহিলাদের হেনস্থা করেছেন পুরুষ পুলিশ। এমনটাই অভিযোগ এসএফআইয়ের। 

    একটা সময় প্রিজন ভ্যানের সামনে উঠে পড়েন এসএফআই নেতা নেত্রীরা। তাদের দাবি, মহিলা পুলিশ ছাড়াই লাঠিচার্জ করা হয়েছে। শান্তিপূর্ণ আন্দোলনের উপর পুলিশ অন্যায় আচরণ করেছে। 

    দফায় দফায় উত্তেজনা ছড়ায় বিকাশ ভবনের সামনে। এসএফআই নেতাদের দাবি, এক এসএফআই কর্মী আহত হয়েছেন। কিন্তু তার চিকিৎসা না করিয়েই প্রিজন ভ্য়ানে তোলা হয়েছে। 

    এদিকে প্রিজন ভ্য়ানের দরজা থেকে এক এসএফআই নেত্রী চিৎকার শুরু করেন, বাড়িতে ছেলে মেয়ে নেই আপনাদের, ধাক্কা মারছেন কেন? চিমটি কাটছেন কেন?  এখানে ধর্ষকদের শাস্তি হয় না। দাবি এসএফআইয়ের। 

    এদিকে প্রিজন ভ্য়ানের গেট থেকে এক এসএফআই নেত্রী চিৎকার শুরু করেন, আমরা কি ক্রিমিনাল? এই ধরনের ব্যবহার করছেন কেন? 
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)