• বহু CBI আধিকারিক মোদীজি আসার আগে থেকে চাকরি করছেন, ইঙ্গিতপূর্ণ দাবি সুকান্তর
    হিন্দুস্তান টাইমস | ২৭ জানুয়ারি ২০২৫
  • আরজি কর কাণ্ডে সিবিআই তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করে বিস্ফোরক দাবি করলেন রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সোমবার সংবাদমাধ্যমকে ইঙ্গিতপূর্ণভাবে বলেন, সিবিআইএর অনেক অফিসার ২০১৪ সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার আগে থেকে চাকরি করছেন।

    সোমবার কলকাতা হাইকোর্টে আরজি করে নির্যাতিতা চিকিৎসকের খুনি সঞ্জয় রায়ের ফাঁসির সাজার দাবিতে রাজ্য ও সিবিআইয়ের দায়ের আবেদনের শুনানি ছিল। তার আগে আরজি কর কাণ্ডে সিবিআইয়ের ভূমিকা নিয়ে সুকান্তবাবুর প্রতিক্রিয়া জানতে চান সাংবাদিকরা। জবাবে সুকান্তবাবু বলেন, ‘সিবিআইয়ের কিছু ভূমিকা নিয়ে আমরাও খুশি নই। কয়েকটি জায়গায়। সিবিআইয়ের সমস্ত অফিসারের নিয়োগ ২০১৪ সালে মোদীজি ক্ষমতায় আসার পরে হয়েছে এমনটা তো নয়। বহু সময় ধরে তাঁরা সিবিআইতে আছেন। আমি আজ এর বেশি কিছু বলতে চাইছি না।’

    আরজি কর কাণ্ডে ঘটনার ৫ দিনের মাথায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে আরজি করে দুর্নীতির অভিযোগের তদন্তভারও বর্তায় সিবিআইয়ের ঘাড়ে। তদন্তে নেমে আরজি করে দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষ ও তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। কিন্তু তথ্যপ্রমাণ লোপাটের মামলায় চার্জশিট না দেওয়ায় ওই মামলায় জামিন হয়ে যায় সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের। তবে দুর্নীতি মামলায় চার্জশিট জমা পড়ায় এখনও জেলবন্দি রয়েছেন সন্দীপ। এর পরই প্রশ্ন ওঠে, গ্রেফতার করলেও কেন সন্দীপ ও অভিজিতের বিরুদ্ধে তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগে চার্জশিট দিল না সিবিআই। এই প্রশ্নের সিবিআইয়ের তরফে এখনও কোনও ব্যখ্যা আসেনি।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)