• আসল দোষীরা ধরা পড়ুক, সঞ্জয়ের ফাঁসি আপাতত চাই না, হাইকোর্টে নির্যাতিতার পরিবার
    হিন্দুস্তান টাইমস | ২৭ জানুয়ারি ২০২৫
  • কলকাতা হাইকোর্টে আরজি কর মামলার শুনানিতে খুনি সঞ্জয় রায়ের ফাঁসির সাজা তাঁরা এখনই চাইছেন না বলে জানালেন নির্যাতিতার বাবা মা। সোমবার বিচারপতি দেবাংশু বসাকের এজলাসে এই মামলার শুনানিতে সঞ্জয়ের রায়ের ফাঁসির দাবি রাজ্য সরকারের মামলা গ্রহণযোগ্য বলে দাবি করেন রাজ্যের আইনজীবী। ওদিকে আদালতের তরফে জানানো হয়েছে, এই মামলায় সঞ্জয় রায়ের প্রতিনিধিত্ব করবে লিগাল এইড।

    এদিন নির্যাতিতার বাবা মায়ের আইনজীবী গার্গী গোস্বামী আদালতে বলেন, নিম্ন আদালত যে সাজা দেওয়া উপযুক্ত মনে করেছেন সেই সাজা দিয়েছেন। তা নিয়ে আপাতত কিছু বলার নেই তাঁদের। তবে সর্বোচ্চ সাজা যদি মৃত্যুদণ্ড হয় তবে তা এখনও চাইছেন না তাঁরা। কারণ তাঁরা মনে করেন, আসল অপরাধীরা এখনও ধরা পড়েনি। এব্যাপারে তাঁদের বক্তব্য তাঁরা পরবর্তীতে জানাবেন বলে জানিয়েছেন নির্যাতিতার আইনজীবী।

    এদিন রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল আদালতে সওয়াল করে বলেন, এক্ষেত্রে রাজ্য সরকারের আবেদন গ্রহণযোগ্য। সেজন্য পশুখাদ্য কেলেঙ্কারিতে বিহার সরকারের আবেদনের প্রসঙ্গ উত্থাপন করেন তিনি। এব্যাপারে তাদের কোনও বক্তব্য নেই বলে জানিয়েছেন নির্যাতিতার আইনজীবী। তবে তদন্তে যে অসঙ্গতি রয়েছে তা সামনে আসুক।

    এদিন শুনানি শেষে নির্যাতিতার বাবা উলটো কথা বলেন। তিনি বলেন, আমরা আদালতকে জানিয়েছি, এই মামলায় কে কী আবেদন করেছে আমরা জানি না। আইন মেনে আমাদের কিছু জানানো হয়নি। আমরা সংবাদমাধ্যমের খবর দেখে আদালতে এসেছি। আমাদের দাবি প্রকৃত দোষীদের চিহ্নিত করে কঠরোতম শাস্তি দেওয়া হোক।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)