কলকাতা বইমেলা উপলক্ষ্যে স্পেশাল বাস চালাবে পরিবহণ দফতর, বইপ্রেমীরা স্বস্তিতে
হিন্দুস্তান টাইমস | ২৭ জানুয়ারি ২০২৫
এবার শহরের বুকে বড় উৎসব ‘আন্তর্জাতিক কলকাতা বইমেলা’। বইপ্রেমীদের এই উৎসবের শুরু হচ্ছে আগামীকাল মঙ্গলবার থেকে। ৪০তম আন্তর্জাতিক কলকাতা বইমেলাকে কেন্দ্র করে এখন সাজসাজ রব উঠেছে। অনেকেই খোঁজখবর করতে শুরু করেছেন এবার নতুন বই কি আসছে। স্কুল–কলেজ পড়ুয়ারা ইতিমধ্যেই পরিকল্পনা করে ফেলেছেন বইমেলা যাওয়ার। কিন্তু মসৃণ সফর করবেন কেমন করে? এই প্রশ্নও সকলের মনে উঁকি দিচ্ছে। যদিও মেট্রো কর্তৃপক্ষ ঘোষণা করেছে বাড়তি মেট্রো চলবে ওই রুটে।
কিন্তু সকলের বাসস্থান বা কর্মস্থল থেকে তো মেট্রো রুট নেই। সেক্ষেত্রে মেট্রো রুটের বাইরের মানুষজনের সল্টলেকের বইমেলা প্রাঙ্গণে আসা বেশ চাপের। এই কলকাতা বইমেলায় লাখে লাখে মানুষজন ভিড় করেন। তাই মেট্রো উদ্যোগ নিয়েছে। আর তার পরই উদ্যোগ নিল রাজ্যের পরিবহণ দফতর। আগামীকাল, মঙ্গলবার থেকে শিয়ালদা–সল্টলেক সেক্টর মেট্রো রুটে বাড়তি পরিষেবা দেওয়া হবে। করুণাময়ী স্টেশনে নেমেই বইমেলা প্রাঙ্গণে ঢুকে পড়তে পারবেন ৮ থেকে ৮০। রবিবার এই মেট্রো রুট বইমেলা চলাকালীন খোলা থাকবে। তবে মেট্রো রুটের বাইরের মানুষজনের জন্য এবার বাড়তি সরকারি বাস চালাবে পরিবহণ দফতর বলে সূত্রের খবর।
আগামী যে কটা দিন বইমেলা চলবে সেইসব দিনগুলিতে বাড়তি সরকারি বাস চালানো হবে। মেট্রো রুটেও চলবে সরকারি বাস। কারণ যেসব যাত্রী মেট্রোতে গেলে লাভবান হবেন না তাঁরা সরকারি বাসে বইমেলা থেকে নিজের গন্তব্যে পৌঁছতে পারবেন। আবার যাঁরা বইমেলা আসতে চান কিন্তু মেট্রো সুবিধা সে পথে নেই তাঁদের জন্যও থাকছে বাস পরিষেবা। এমনটাই ব্যবস্থা করেছে রাজ্যের পরিবহণ দফতর। বইমেলার জন্য ২৮ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত বিপুল পরিমাণ সরকারি বাস পরিষেবা দেওয়া হবে। যাতে বইপ্রেমীদের কোনও অসুবিধা না হয়।
তবে এই পরিষেবার জন্য পরিবহণ দফতর ‘স্পেশাল বাস’ চালাবে। বইমেলা উপলক্ষ্যে ‘স্পেশাল বাস’ চালাবে রাজ্য সরকার বেশ কয়েকটি রুটে। ইতিমধ্যেই পরিবহণ দফতর সবরকম প্রস্তুতি নিয়ে ফেলেছে। বইমেলা চলাকালীন কয়েকশো বাড়তি সরকারি বাস সল্টলেক করুণাময়ী হয়ে নানা জায়গায় চলাচল করবে। কারণ দু’দিন আগেই রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বৈঠক করেছে সমস্ত সরকারি বাস সংগঠনের সঙ্গে। এই ইভেন্ট ভিত্তিক বাস চালানো এবং যাত্রীমুখী রুটে বাস চালানোর সিদ্ধান্ত সেখানে নেওয়া হয়েছে। আর তাই এবার গড়িয়া, যাদবপুর, বালিগঞ্জ, টালিগঞ্জ, জোকা, বারাসত, এয়ারপোর্ট, বেহালায় সরকারি বাস চালানো হবে। বইমেলা প্রাঙ্গণ থেকে রাত পর্যন্ত এইসব রুটে বাস মিলবে। এক্ষেত্রে এসি–নন এসি সবরকমের বাস পরিষেবা পাবেন যাত্রীরা।