ফের কলকাতায় চলল গুলি। ভরসন্ধ্যায় লেদার কমপ্লেক্স থানা এলাকায় এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে বলে অভিযোগ। গুলিবিদ্ধ যুবকের নাম জাহির পুরকাইত (২৮)। যুবকের বাড়ি চন্দনেশ্বর থানার বানগোদা গ্রাম এলাকায় বলে জানা গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, বানতলা চর্মনগরীতে ঠিক শ্রমিক হিসেবে কাজ করতেন ওই যুবক। কাছেই ভাটিপোতা এলাকায় ঘর ভাড়া নিয়ে থাকতেন তিনি। এ দিন ঘরের বাইরেই একটি বাইকের উপর বসেছিলেন তিনি। সেখানেই তাঁকে লক্ষ্য করে গুলি করা হয়। যুবকের পেটে গুলি লেগেছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। যুবককে চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছে।