দু’দিন আগে যে কৃষ্ণগঞ্জে রহস্যময় লোহার বাঙ্কারের খোঁজ মিলেছিল। এ বার সেই কৃষ্ণগঞ্জ থেকেই গ্রেপ্তার দুই রোহিঙ্গা। সূত্রের খবর, যেখান থেকে বাঙ্কার উদ্ধার হয়, সেই এলাকা থেকে ২-৩ কিলোমিটারের মধ্যে ওই দুই যুবক ঘোরাফেরা করছিল। রবিবার ভাজনঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ।
পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম মহম্মদ জাভেদ ও মহম্মদ নূর। এই দুই যুবকের সঙ্গে বাঙ্কার-রহস্যের কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃত জাভেদের দাবি, সে বার্মার বাসিন্দা। বাংলাদেশে রোহিঙ্গা ক্যাম্পে থাকত। বছর খানেক আগে হায়দরাবাদে এসে ওঠে। সেখান থেকেই বাংলায় এসেছিল বাংলাদেশ ফেরার লক্ষ্যে।
কৃষ্ণনগর পুলিশ জেলার এসপি অমরনাথ কে জানিয়েছেন, রবিবার রাতে কৃষ্ণগঞ্জ থানা এলাকায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে। তবে, তারা রোহিঙ্গা কি না তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সম্প্রতি কৃষ্ণগঞ্জ থানার নঘাটা এলাকায় একটি বাগানে মাটির নীচ থেকে চার চারটি বাঙ্কার উদ্ধার হয়। তার মধ্যে ছিল বেআইনি কাফ সিরাপ। উদ্ধার হওয়া বাজেয়াপ্ত কাফ সিরাপের বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা। এই এলাকা টুঙ্গি সীমান্তের মধ্যে পড়ে। টুঙ্গিকে চোরাচালানের ট্রানজিট রুটও বলে অনেকে। সেই এলাকা থেকে সামান্য দূরে এ বার মিলল দুই রোহিঙ্গার খোঁজ।