ছাত্র-যুব, শ্রমিক, মহিলা সংগঠনের পাশাপাশি এ বার চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের এক ছাতার তলায় এনে নতুন সংগঠন চালু করল তৃণমূল কংগ্রেস। সংগঠনের নাম ‘প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন’। সংগঠনের সভাপতি হলেন মন্ত্রী শশী পাঁজা। সোমবারই নতুন সংগঠনের পদাধিকারী ও সদস্যদের নাম প্রকাশ করা হলো।
সংগঠনের নেতৃত্বরা এ দিন সাংবাদিক বৈঠক করে জানান, সরকারি হাসপাতালগুলিতে কর্মবিরতির বিরোধিতা করবে এই সংগঠন। চিকিৎসায় গাফিলতির অভিযোগ এলে সেটাও খতিয়ে দেখা হবে। স্বাস্থ্য ক্ষেত্রে গত কয়েক বছরে কী কী উন্নতি হয়েছে, সেটা তুলে ধরা হবে মানুষের কাছে।
মন্ত্রী শশী পাঁজা বলেন, ‘আরজি করের ঘটনার পর অনেক বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়েছিল। আমাদের শক্তিশালী সংগঠন না থাকায় সেই সময়ে সেই অপপ্রচারের মোকাবিলা করা যায়নি।’ সরকারপন্থী চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের এই সংগঠনের আওতায় এনে পাল্টা প্রতিবাদ গড়ে তুলতেই এই সংগঠন চালু করা হলো।
শশী আরও জানান, গত কয়েক বছরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রে বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ করা হয়েছে। সরকারি স্বাস্থ্য কেন্দ্রগুলিতে পরিষেবার আমূল পরিবর্তন ঘটানো হয়েছে। স্বাস্থ্য ক্ষেত্রে কী কী হয়েছে, বিরোধীদের বুঝিয়ে দেওয়ার জন্যেই এই সংগঠনের পথচলা শুরু। স্বাস্থ্য ভবনের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখে স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত বিষয়ে সংগঠন কাজ করবে বলে জানান তিনি। যদিও বিরোধী শিবিরের বক্তব্য, আরজি কর কাণ্ডে নানা অভিযোগের মুখে পড়া চিকিৎসকদের বাঁচানোর জন্যেই এই সংগঠন করা হয়েছে।