• স্যালাইন কাণ্ডে মেদিনীপুর মেডিক্যালের আরএমওকে তলব সিআইডির, ভবানী ভবনে জিজ্ঞাসাবাদ
    এই সময় | ২৭ জানুয়ারি ২০২৫
  • মেদিনীপুর মেডিক্যালে স্যালাইন কাণ্ডে এ বার প্রসূতি বিভাগের রেসিডেন্ট মেডিক্যাল অফিসার বা আরএমও সৌমেন দাসকে জিজ্ঞাসাবাদ করল সিআইডি। সোমবার ভবানী ভবনে তাঁকে ডেকে পাঠানো হয় বলে খবর। মেডিক্যাল কলেজ সূত্রে খবর, বুধবার ৮ জানুয়ারি তাঁর তত্ত্বাবধানেই সিজ়ার হওয়ার কথা ছিল।

    সূত্রের খবর, এই আরএমও-এর বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ এনেছে স্বাস্থ্য ভবনের ১৩ সদস্যের তদন্ত কমিটি। সেই বিষয়েই গোয়েন্দারা তাঁকে জিজ্ঞাসাবাদ করছে বলে জানা গিয়েছে। এর আগে প্রসূতি বিভাগের দুই সিনিয়ার চিকিৎসক দিলীপকুমার পাল ও হিমাদ্রি নায়েককেও জিজ্ঞাসাবাদ করে সিআইডি।

    গত ৮ জানুয়ারি মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঁচ প্রসূতির সিজ়ার করা হয়। সন্তানের জন্মের পর মৃত্যু হয় মামনি রুইদাস নামে এক প্রসূতির। কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন তিন জন। চতুর্থ জন মেদিনীপুর মেডিক্যালে ভর্তি ছিলেন। তিনি আপাতত বাড়িতে ফিরে গিয়েছেন। তবে তাঁর সদ্যোজাতকে বাঁচানো যায়নি।

    প্রসূতি মৃত্যুর ঘটনায় প্রথমে এক বিশেষ সংস্থার রিঙ্গার্স ল্যাকটেট স্যালাইনের ভূমিকা প্রশ্নের মুখে পড়লেও পরবর্তী কালে তার সঙ্গে যুক্ত হয় গাফিলতির অভিযোগ। সিআইডি তদন্ত শুরু করে। জুনিয়র ও সিনিয়র মিলিয়ে ১৩ জন ডাক্তারকে সাসপেন্ড করে স্বাস্থ্য ভবন। গত সপ্তাহেই সাসপেন্ডেড এক সিনিয়র চিকিৎসক কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন।

    অ্যানাস্থেশিয়া বিভাগের সিনিয়র রেসিডেন্ট পল্লবী বন্দ্যোপাধ্যায়ের সেই মামলার শুনানি ছিল সোমবার। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে শুনানি হয়। এ দিন আদালতে তাঁর আইনজীবী জানান, এফআইআর কপি দেওয়া হয়নি। অথচ নোটিস দিয়ে ডাকা হয়েছে। এর পরই বিচারপতি জানান, এ দিনই এফআইআর কপি দিতে হবে মামলাকারীকে। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টেয় শুনানি হবে।

  • Link to this news (এই সময়)