রাজ্য সরকারের উদ্যোগে দিঘায় গড়ে উঠছে পুরীর আদলে জগন্নাথ মন্দির। এ বারে ওল্ড দিঘার ৪০ লক্ষ টাকা খরচ করে স্নানের দুটি নতুন ঘাট তৈরি করছে দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদ।
রাজ্য প্রশাসন সূত্রে খবর, দিঘায় প্রায় ২২ একর জমির উপর প্রায় ২০০ কোটি টাকা খরচে তৈরি হচ্ছে দিঘার এই জগন্নাথ মন্দির। নির্মীয়মান এই মন্দির ‘জগন্নাথ ধাম’ বলেই পরিচিত। অক্ষয় তৃতীয়ায় দিনেই দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিন ঘোষণা করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৮ সালে দিঘায় জগন্নাথ মন্দির তৈরির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী।
তার পর থেকেই ধীরে ধীরে মন্দির নির্মাণের কাজ এগিয়ে চলেছে। পাশাপাশি মন্দিরকে ঘিরে চৈতন্যদ্বার তৈরির কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। সেই দ্বার তৈরির কাজও চলছে। এ বারে ওল্ড দিঘার শেষ সীমানায় স্নান করার দুটি ঘাট তৈরির কথা জানাল দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদ।
দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের কার্যনির্বাহী আধিকারিক অপূর্বকুমার বিশ্বাস বলেন, ‘মন্দিরে পুজো দেওয়ার আগে অনেকেই স্নান করে মন্দিরে প্রবেশ করেন। পুণ্যার্থীদের কথা মাথায় রেখে প্রায় ৪০ লক্ষ টাকা খরচ জগন্নাথ মন্দিরের কাছে দুটি স্নানের ঘাট নির্মাণ করা হচ্ছে। এর ফলে দিঘার জগন্নাথ মন্দিরে আগত পর্যটকদের সমুদ্র স্নানের অনেকটাই সুবিধে হবে’।
রাজ্য সরকার পর্যটকদের জন্য দিঘার সমুদ্র পাড়ে ঝাঁ চকচকে রাস্তা ও নানা রকমের বিনোদন-সহ একাধিক উন্নয়নমূলক কাজ করেছে। খুব শীঘ্রই দুটি ঘাট নির্মাণের কাজ শেষ হবে বলে অপূর্ববাবু জানান।