চন্দননগর আদালতের এক আইনজীবীকে নিগ্রহ করার অভিযোগ হরিপাল থানার পুলিশের বিরুদ্ধে। নিগ্রহের প্রতিবাদে বিক্ষোভ আন্দোলন আইনজীবীদের। পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর পাশাপাশি স্লোগানও দেন তাঁরা।
সূত্রের খবর, আইনজীবী স্নেহাশিস সিং তাঁর মক্কেলের জামিন সংক্রান্ত আলোচনা জন্য গত ১০ জানুয়ারি হরিপাল থানায় গিয়েছিলেন। আইনজীবীর অভিযোগ, হরিপাল থানার পুলিশ তাঁর কাছে জামিনের ব্যবস্থা করে দেওয়ার নাম করে টাকা চায়। তিনি তা দিতে রাজি হননি।
আইনজীবীর আরও অভিযোগ, ১৫ জানুয়ারী বাড়ি ফেরার সময় পুলিশ তাঁকে রাস্তা ধরে হেনস্থা করে। করা হয়। আরও অভিযোগ গায়ে মদ ঢেলে দেওয়া হয়। ঘটনাস্থলে হরিপাল থানার ওসি নজরুল ইসলাম সেখানে ছিলেন বলে দাবি আইনজীবীর। হরিপাল থানার ওসি ও একজন অফিসারের বিরুদ্ধে হাইকোর্টের রিট পিটিশন দাখিল করেন ওই আইনজীবী।
হুগলি জেলা গ্রামীণ অতিরিক্ত পুলিশ সুপার কৃশানু রায় দাবি করেন, ‘মারধরের অভিযোগ মিথ্যা। ঘটনার দিন রাতে বিডিও অফিস সংলগ্ন রাস্তায় দাঁড়িয়ে মদ্যপান করছিলেন আইনজীবী। তাঁকে নিষেধ করায় আইনজীবী পুলিশ কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করেন ও বচসায় জড়িয়ে পড়েন। এরপর আইনজীবী ও তার চালককে হাসপাতালে নিয়ে গিয়ে মেডিক্যাল করানো হয়। সেখান থেকে তাকে হরিপাল থানায় নিয়ে যাওয়া হয়। আমাদের কাছে যে সমস্ত তথ্য প্রমাণ আছে , প্রয়োজনে আমরা তা আদালতে জমা দেবো।’