• ফের শিয়ালদহের কাছে উদ্ধার আগ্নেয়াস্ত্র, STF-এর অভিযানে গ্রেপ্তার ৫
    এই সময় | ২৮ জানুয়ারি ২০২৫
  • সুরেন্দ্রনাথ কলেজের সামনে থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার। পাঁচ জনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের এসটিএফ। ধৃতদের নাম শিবশঙ্কর যাদব (২৬), রাহুল যাদব (২৭), আদিত্য মৌর্য (২০), দেবাঙ্ক গুপ্তা (২৪), রুকেশ সাহানি (৩০)। পাঁচ জনেই উত্তরপ্রদেশের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। কী কারণে বিপুল পরিমাণ অস্ত্র নিয়ে তাঁরা কলকাতায় এসেছিলেন, সে ব্যাপারে তদন্ত শুরু হয়েছে।

    পুলিশের কাছে গোপন সূত্রে আসে, আগ্নেয়াস্ত্র-সহ ভিন রাজ্যের কয়েকজন যুবক শিয়ালদহ চত্বরে এসে লুকিয়ে রয়েছেন। সেই খবরের ভিত্তিতেই অভিযান চালায় এসটিএফের একটি টিম। সন্দেহভাজন কয়েকজনকে তল্লাশি করা হয়। আগ্নেয়াস্ত্র-সহ এই পাঁচজনকে হাতেনাতে ধরা হয়। ভিন রাজ্যের পাঁচ বাসিন্দা কেন শহরে এসেছিলেন? কোনওভাবে অস্ত্র পাচার করা হচ্ছিল কি না সে ব্যাপারে খোঁজ করছে পুলিশ।

    উল্লেখ্য, মাস তিনেক আগে সুরেন্দ্রনাথ কলেজের সামনে থেকেই অস্ত্র-সহ একজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। শিয়ালদহের রাজাবাজারের বাসিন্দা ইসরাইলের থেকে উদ্ধার হয়েছিল ৫টি আগ্নেয়াস্ত্র ও ৯০ রাউন্ড বুলেট। গমগমে এলাকায় একটি সাদা ব্যাগে করে ওই ব্যক্তি বিপুল অস্ত্র নিয়ে ঘোরাফেরা করছিলেন। গোপন সূত্রে খবর পেয়েই হাতেনাতে ধরা হয় তাঁকে। অস্ত্রগুলি বিহারের মুঙ্গের থেকে এসেছিল বলে পুলিশ তদন্তে জানতে পারে।

    শিয়ালদহ স্টেশন থেকে পাঁচ-ছ’শো মিটার দূরত্বে এই নিয়ে দ্বিতীয়বার অস্ত্র উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গোটা ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন সকলে। শিয়ালদহ চত্বরের আশেপাশে বিশেষত রাতের বেলায় অলিগলিতে পুলিশের টহলদারি বাড়ানোর ব্যাপারে আর্জি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

  • Link to this news (এই সময়)