ফের হ্যাকারদের হানা ডোনা গঙ্গোপাধ্যায়ের ফেসবুক প্রোফাইলে। গত এক বছরে এই নিয়ে তিন বার তাঁর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হলো। ডোনা প্রখ্যাত নৃত্যশিল্পী, একই সঙ্গে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী। সম্প্রতি তাঁর প্রোফাইলটি হ্যাক করে হ্যাকাররা উর্দু ভাষায় প্রোফাইলের নাম বদলে দেয়।
সোমবার সেই স্ক্রিনশট শেয়ার করে ডোনা জানান, তাঁর পুরোনো প্রোফাইলটি হ্যাক হয়েছে। সেই অ্যাকাউন্টে তিনি কিছুই করতে পারছেন না। কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।
এর আগে গত বছর সেপ্টেম্বর ও জুন মাসে সৌরভ-পত্নীর ফেসবুক প্রোফাইল হ্যাক হয়। ২০২১ সালেও এ রকম ঘটনা ঘটেছিল তাঁর সঙ্গে। শুধু তাই নয়, ২০১৭ সালে সৌরভ-ডোনার কন্যা সানার ফেসবুক প্রোফাইল হ্যাক করা হয়েছিল। কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগ আইপি অ্যাড্রেস খতিয়ে দেখে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে।