আফ্রিকার মাউন্ট কিলিমাঞ্জারো জয় হয়েছে আগেই। এ বার দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট অ্যাকনকাগুয়া (৬৯৬১ মিটার) জয় করলেন রাজ্যের তিন জন পর্বতারোহী। হাওড়ার জগবন্ধু সাঁতরা, ঘাটালের আবির হুদাইত এবং নৈহাটির চিরাগ চট্টোপাধ্যায় অ্যাকনকাগুয়ার শৃঙ্গে ওড়ালেন ভারতের জাতীয় পতাকা।
৬ জানুয়ারি আর্জেন্টিনার উদ্দেশে শুরু হয় যাত্রা। ১২ তারিখ থেকে শুরু হয় শৃঙ্গ অভিযান। পরের দিন আঠারো কিলোমিটার পথ অতিক্রম করে বেস ক্যাম্পে পৌঁছন তাঁরা। প্রতিকূল আবহাওয়ার কারণে প্রাথমিকভাবে অভিযানে বাধা আসে। ফিরে আসার ভাবনা ছিল না কারও মনেই। হার না মানা লড়াই চালিয়ে গিয়েছেন তিন জনেই। কিছুদিন অপেক্ষা করতে হয় বেস ক্যাম্পে। ফের যাত্রা শুরু করেন চিরাগ, জগবন্ধুরা।
২২ জানুয়ারি সামিটের জন্য ভোর চারটের সময়ে রওনা দেন তিন বন্ধু। সব প্রতিকূলতা পেরিয়ে দুপুর সাড়ে বারোটায় তাঁরা অ্যাকনকাগুয়া শৃঙ্গ জয় করেন। ফেরার পথেও প্রবল তুষার ঝড়ের সম্মুখীন হতে হয় তিন জনকে। যদিও সুস্থভাবে বেস ক্যাম্পে ফিরে আসেন সকলেই।
আর্জেন্টিনা থেকে জগবন্ধু বলেন, ‘আমাদের স্বপ্ন সাতটি মহাদেশের সাতটি সর্বোচ্চ পর্বত শৃঙ্গ জয় করা। প্রথমে আফ্রিকার মাউন্ট কিলিমাঞ্জারো দিয়ে শুরু করেছিলাম। এটা ছিল দ্বিতীয় অভিযান। বাড়ি ফিরে পরবর্তী শৃঙ্গ জয়ের পরিকল্পনা শুরু করব।’