• SFI-এর বিকাশ ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার, তুমুল বিক্ষোভ, উত্তেজনা
    এই সময় | ২৮ জানুয়ারি ২০২৫
  • SFI-এর বিকাশ ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার। সোমবার এই অভিযান ঘিরে পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি হয় এসএফআই কর্মী-সমর্থকদের। ধরপাকড় শুরু করে পুলিশ। আন্দোলনকারীদের দাবি, রাজ্য সরকারের গাফিলতিতে স্কুল-কলেজ বন্ধ হতে বসেছে। তারই প্রতিবাদে নামায় এ দিন পুলিশি বাধার মুখে পড়তে হয়।

    এ দিন ‘#রিক্লেম এডুকেশন’ নাম দিয়ে বিকাশ ভবন অভিযানে নামে এসএফআই। একাধিক দাবিকে সামনে রেখে এই অভিযান চলে। তাদের দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল, ড্রপআউটদের ক্লাসরুমে ফেরানোর সরকারি উদ্যোগ, ছাত্র-শিক্ষকদের অনুপাতে ভারসাম্য, প্রতি ক্যাম্পাসে ফ্রি ইন্টারনেট জ়োন, স্কুল-মাদ্রাসায় পকসো কমিটি, ক্যাম্পাসে নিরাপত্তা।

    এই দাবি সামনে রেখেই পথে নামে এসএফআই। এ দিন সকাল থেকেই সল্টলেক করুণাময়ী চত্বর পুলিশে ছয়লাপ ছিল। বেলা বাড়তেই নির্ধারিত সময় অনুযায়ী করুণাময়ীর সামনে এসএফআই-এর জমায়েত শুরু হয়। এ দিকে বিকাশ ভবনের সামনে বিশাল ব্যারিকেড তৈরি করে পুলিশ। সেই ব্যারিকেড সরানোর চেষ্টা করতেই অশান্ত হয়ে ওঠে এলাকা।

    এসএফআই-এর তরফে অভিযোগ, সাধারণ মানুষ নিজেদের অধিকারের জন্য এসেছে। অথচ পুলিশ ছাত্র ছাত্রীদের গায়ে হাত তুলছে, প্রিজ়ন ভ্যানে টেনে তুলছে। যদিও পুলিশ সূত্রে খবর, এই কর্মসূচির জন্য পুলিশি অনুমতি ছিল না।

  • Link to this news (এই সময়)