আজকাল ওয়েবডেস্ক: আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাওয়ার অভিযোগ উঠল পঞ্চায়েত সদস্যার স্বামীর বিরুদ্ধে। অভিযোগ, কারোর জন্য দশ হাজার, আবার কারোর জন্য পনেরো হাজার টাকা চেয়েছেন পঞ্চায়েত সদস্যা। এমনকি, কাটমানির টাকা না দিলে পরবর্তী কিস্তির টাকা ঢুকবে না বলেও হুমকি দেওয়া হয়েছে। আবার উপভোক্তাদের বোঝাচ্ছেন সেই কাটমানির টাকা দিতে হবে ব্লকের লোককে। পঞ্চায়েত সদস্যার স্বামীর এমন ভিডিও ভাইরাল হতেই শোরগোল।
ঘটনাটি ঘটেছে, মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের বরুই গ্রাম পঞ্চায়েতের গহিলা গ্রামে। কংগ্রেস পরিচালিত গ্রাম পঞ্চায়েতে দুর্নীতির এই অভিযোগ আসতেই আক্রমণ শানিয়েছে তৃণমূল এবং বিজেপি। শুরু হয়েছে রাজনৈতিক তরজা। অভিযোগ উঠেছে, ওই বুথের কংগ্রেসের পঞ্চায়েত সদস্যা নিরুপমা দাসের(রায়) স্বামী সুপেন রায়ের বিরুদ্ধে। টাকা চাওয়ার তারই এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন। এলাকায় বহু উপভোক্তার অভিযোগ, প্রথম কিস্তির টাকা ঢুকতেই কারোর কাছে তিনি ১০ হাজার টাকা, কারোর কাছে ১৫ হাজার টাকা কাটমানি চাইছেন।
সেই কথা স্বীকারও করেছেন সুপেনবাবু। উল্টোদিকে, স্বামীর কীর্তি মানতে নারাজ স্ত্রী তথা পঞ্চায়েত সদস্যা নিরুপমা দেবী। স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন, এক লক্ষ কুড়ি হাজার টাকার মধ্যে যদি কাটমানি দিতে হয় তাহলে তাঁরা বাড়ি তৈরি করবেন কীভাবে? অভিযোগ, ডুমরি রায় নামে এলাকার এক বৃদ্ধার অ্যাকাউন্টে টাকা ঢুকতেই টিপছাপ দিয়ে টাকা তুলে নেওয়ার চেষ্টা করা হয়েছিল। যদিও পরবর্তীতে সংবাদমাধ্যমের ক্যামেরা দেখে সেই স্লিপ ফেরত দিয়ে দেন অভিযুক্ত এমনটাই খবর সূত্রের।