দুয়ারে সরকার, গ্রাহক পরিষেবায় প্রথম মালদহ, জানিয়ে দিল জেলা প্রশাসন
আজকাল | ২৮ জানুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: নয়া নজির গড়ল মালদহ জেলা। গ্রাহকদের পরিষেবা দিতে সারা রাজ্যে মালদহ প্রথম স্থান লাভ করেছে, সোমবার জানা গেল তেমনটাই।
নবম পর্যায়ে দুয়ারে সরকার-এ চার হাজারের বেশি শিবিরের আয়োজন করছে মালদহ জেলা প্রশাসন। দুর্গম এলাকার জন্য মোবাইল ক্যাম্পের ব্যবস্থাও করা হয়েছে প্রশাসনের তরফে। শিবিরে নজরদারি চালানোর জন্য তৈরি করা হয়েছে টাস্কফোর্সও।
সোমবার দুপুরে সাংবাদিক বৈঠক করে দুয়ারে সরকার-প্রসঙ্গে জানান মালদহ জেলাশাসক নিতীন সিঙ্গানিয়া। তিনি বলেন, ‘৩৭টি প্রকল্প নিয়ে নবম দফার দুয়ারে সরকার শিবির করা হচ্ছে। এবারে জেলা জুড়ে ৪ হাজার ৭৪টি ক্যাম্প করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দূরপ্রান্তের এলাকার জন্য প্রায় ৩০ শতাংশ মোবাইল ক্যাম্প করা হচ্ছে। এখনও পর্যন্ত প্রতিটি শিবিরে একশো জনের বেশি মানুষ আসছেন। সোমবার পর্যন্ত মালদহ জেলা জুড়ে লক্ষ্মীর ভাণ্ডারে ৩২ হাজার, বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনায় ৬৮ হাজার, স্বাস্থ্যসাথীতে ১২ হাজার, বার্ধক্যভাতাতে ২০ হাজার আবেদন জমা পড়েছে। আর এই পরিষেবার পরিসংখ্যানের জন্যই রাজ্যে প্রথম স্থান লাভ করেছে মালদহ জেলা।‘
উল্লেখ্য, দুয়ারে সরকার চলতি বছরে শুরু হয়েছে ২৪ জানুয়ারি, চলবে ১ ফেব্রুয়ারি পর্যন্ত।