২৬ হাজার চাকরি বাতিল মামলা : 'পুরো প্যানেল বাতিল করা খুব জটিল'
আজ তক | ২৮ জানুয়ারি ২০২৫
স্কুল সার্ভিস কমিশনের ২৬ হাজার জনের চাকরি বাতিল মামলায় পুরো প্যানেল বাতিল করার পক্ষে সুপ্রিম কোর্টে সওয়াল করলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি রিট পিটিশন দাখিল করা আবেদনকারীদের হয়ে সওয়াল করেন। প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চে জানান, এই নিয়োগ প্রক্রিয়া দুর্নিতিগ্রস্ত। তাই পুরো প্যানেল বাতিল হওয়া প্রয়োজন।
সোমবার দুপুর ২ টো নাগাদ ২৬ হাজার জনের চাকরি বাতিল মামলার শুনানি শুরু হয় সুপ্রিম কোর্টে। প্রায় ২ ঘণ্টা সওয়াল জবাব শোনেন বিচারপতিরা। তারমধ্যে বেশিরভাগ সময়ই বলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। কোর্টে তাঁর সওয়াল, 'এই ২৬ হাজার জনের মধ্যে কে যোগ্য আর কে অযোগ্য তা আলাদা করা যায়নি। হাইকোর্টও পারেনি। অযোগ্য প্রার্থী চাকরি পেয়েছেন এমনও আছেন।' অযোগ্য প্রার্থীরা চাকরি যে পেয়েছেন তার উদাহরণও দেন বিকাশ রঞ্জন।
তারপরই ওই আইনজীবী জানান, সন্দেহ থাকলে পুরো প্যানেলই বাতিল করে দেওয়া উচিত। তখন প্রধান বিচারপতি বলেন, 'পুরো প্যানেল বাতিল করে দেওয়া খুব জটিল প্রক্রিয়া।' বিকাশ রঞ্জন যদিও আদালতে জানান, ২০১৬ সালে যাঁরা পরীক্ষায় বসেছিলেন, তাঁদের ফের পরীক্ষা দেওয়ার সুযোগ দিতে হবে।
যদিও আজ এক পক্ষের বক্তব্য শোনার পর পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়। আগামী ১০ ফেব্রুয়ারি মামলাটি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ফের উঠবে।
এদিকে আদালত থেকে বেরিয়ে বিকাশ রঞ্জন সাংবাদিকদের বলেন, 'নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি থাকায় পুরো প্রক্রিয়া বাতিল করা দরকার। কোর্টে বলেছি, যারা ২০১৬ সালে পরীক্ষা দিয়েছিল তাদেরই যেন বসতে দেওয়া হয়। সেক্ষেত্রে বয়সের ছাড় দিতে হবে। আমার মনে হয় বৈধ ও অবৈধ আলাদা করা যাবে না। প্রক্রিয়াটা দুর্নীতিগ্রস্ত। তার মধ্যে থেকে ভালো-মন্দ বাছা অসম্ভব। যোগ্য প্রার্থীরা যাতে চাকরি পায়, সেজন্যই এই বক্তব্য রেখেছি।'