অর্ণব আইচ: তিনমাসের মধ্যে ফের শিয়ালদহ থেকে অস্ত্র উদ্ধার। গ্রেপ্তার ৫ জন। সোমবার রাতে শিয়ালদহ চত্বরে সুরেন্দ্রনাথ কলেজ ফর উইমেন্সের কাছে বৈঠকখানা রোডের একটি বাড়িতে অভিযান চালায় কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ। সেখানেই অস্ত্র ভাণ্ডারের হদিশ মেলে।
পুলিশ সূত্রে খবর, মুচিপাড়া থানার এলাকার বাড়িটি থেকে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। ধৃত ৫ জনই উত্তরপ্রদেশের বাসিন্দা। তাদের কাছ থেকে একটি সেভেন এমএম সেমি অটোমেটিক এবং একটি সিঙ্গল শাটার আগ্নেয়াস্ত্র উদ্ধার করে এসটিএফ। বাড়িটিতে তল্লাশি চালিয়ে ১৫ রাউন্ট তাজা কার্তুজও মিলেছে। ধৃতরা হল শিবশঙ্কর যাদব, রাহুল যাদব, আদিত্য মৌর্য, দেবাঙ্ক গুপ্তা এবং রুকেশ সাহানি। সকলেরই বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে। ইতিমধ্যে কলকাতা পুলিশ এসটিএফ থানায় এফআইআর দায়ের হয়েছে। উত্তরপ্রদেশ থেকে আগেয়াস্ত্র নিয়ে কী উদ্দেশে পাঁছ যুবক বাংলায় এসেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতদের হেফাজতে নিয়েশুরু হয়েছে জিজ্ঞাসাবাদ। গত নভেম্বর মাসেও শিয়ালদহ চত্বর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছিল। সেই সময় ৫টি আগ্নেয়াস্ত্র ও ৯০ রাউন্ড বুলেট উদ্ধার করেছিল কলকাতা পুলিশ।
সেই সময় প্রাথমিক তদন্তে জানা গিয়েছিল, অভিযানে ধৃত ঝাড়খণ্ডের বাসিন্দা ইসমাইল থাকত শিয়ালদহের রাজাবাজারে। অভিযুক্ত ইসমাইল আসলে একজন ক্রেতা। কলকাতায় এই অস্ত্র আনা হয়েছিল বিহারের মুঙ্গের থেকে। আগাম চুক্তি অনুযায়ী বৈঠকখানা রোডে ইসমাইলের সঙ্গে অস্ত্রের লেনদেন করে। গোপন সূত্রে সেই খবর পেয়ে অভিযানে নামে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। ইসমাইলকে গ্রেপ্তার করা হলেও অস্ত্র বিক্রেতা পলাতক ছিল। এবারও সেই বৈঠকখানা রোডেই অভিযান চলল। সেখানেই মিলল অস্ত্রের হদিশ।