• নোদাখালির তৃণমূল নেতা শুটআউটে গ্রেপ্তার আরও ২, এখনও অধরা মূল অভিযুক্তরা
    প্রতিদিন | ২৮ জানুয়ারি ২০২৫
  • সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: দক্ষিণ ২৪ পরগনার নোদাখালিতে তৃণমূল নেতা কৃষ্ণ মণ্ডল শুটআউটের ঘটনায় গ্রেপ্তার আরও দুজন। এই নিয়ে মোট তিনজনকে গ্রেপ্তার করা হল। ধৃত দুই যুবকের নাম সৈকত ও অভিজিৎ দাস। পুলিশের জেরায় তাঁরা ঘটনায় জড়িত থাকার কথা স্বীকারও করেছেন বলে খবর। এর আগে রবিবারই গ্রেপ্তার করে আদালতে তোলা হয়েছিল নোদাখালি গুলি কাণ্ডে ধৃত প্রীতম ভোঁরকে।

    যদিও ঘটনার মূল অভিযুক্ত বাইক আরোহী তিন দুষ্কৃতী এখনও অধরা। সোমবারও তাঁদের খোঁজে তল্লাশি চালানো হয়েছে। এলাকার সিসিটিভি ফুটেজগুলি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে মূল অভিযুক্তদের কাছে পৌঁছতে চাইছে পুলিশ। ধৃত প্রীতম আমতলা এলাকায় এক আত্মীয়ের বাড়িতে মূল অভিযুক্ত তিন দুষ্কৃতীকে আশ্রয়ের ব্যবস্থা করে দিয়েছিলেন। সে কথা জানা গিয়েছে। ধৃত দুজনকে সোমবার আলিপুর আদালতে তোলা হয়। ধৃতদের পুলিশ হেফাজতে নিয়ে জেরা করা হবে বলে খবর। দুজনের বিরুদ্ধেই জামিন অযোগ্য একাধিক ধারায় মামলা দেওয়া হয়েছে। পাশাপাশি অস্ত্র আইনেও মামলা রুজু করা হয়েছে।

    শনিবার প্রকাশ্য দিবালোকে ওই তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালানো হয়। তাঁকে দ্রুত উদ্ধার করে কলকাতার হাসপাতালে পাঠানো হয়। তাঁর শারীরিক অবস্থা এখনও আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। একটি বাইকে করে তিন যুবক এসেছিলেন বলে খবর। জখম কৃষ্ণ মণ্ডল এলাকার সক্রিয় তৃণমূল কর্মী বলেই পরিচিত। তিনি নোদাখালি থানার ডোঙারিয়ার বাসিন্দা। প্রত্যক্ষদর্শীদের দাবি, বাইকে আসা দুষ্কৃতীদের মুখে কাপড় বাঁধা ছিল। মাথায় ছিল হেলমেট। তাই তাঁদের চেনা সম্ভব হয়নি। কী কারণে দুষ্কৃতীরা ওই তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালানো হল? তা এখনও স্পষ্ট নয়।
  • Link to this news (প্রতিদিন)