দেবব্রত মণ্ডল, ক্যানিং: মালদহ, বজবজের পর এবার ভাঙড়ে চলল গুলি। জখম রাস্তার ধারে বাইকে বসে থাকা এক যুবক। সোমবার ভরসন্ধে ভাঙড় এলাকার এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। পুলিশ সূত্রের দাবি, ত্রিকোণ সম্পর্কের জেরেই এই ঘটনা।
জখম যুবকের নাম জাহির মোল্লা। বাড়ি জীবনতলা থানা এলাকায়। তবে বর্তমানে ভোজেরহাটের ভাঁটিপোতা এলাকায় বাড়ি ভাড়া করে থাকতেন জাহির। এদিন সন্ধেবেলা রাস্তার ধারে বাইকে বসে থাকাকালীন গুলিবিদ্ধ হন। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে চিত্তরঞ্জন সেবাসদনে নিয়ে যাওয়া হচ্ছে। তবে কে বা কারা এই ঘটনা ঘটাল তা এখনও স্পষ্ট নয়। গুলি চালানোর কারণ ঘিরে ধোঁয়াশা রয়েছে। সূত্রের দাবি, ত্রিকোণ প্রেমের সম্পর্কের জেরেই এই হামলা। তবে পুলিশের তরফে এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
প্রসঙ্গত, সম্প্রতি রাজ্যের একাধিক এলাকায় প্রকাশ্যে গুলি চলেছে। মালদহে পরপর দুটি এলাকায় গুলি চলার ঘটনা ঘটে। ইংরেজবাজার, কালিয়াচকে টার্গেট হয়েছিলেন তৃণমূল নেতারা। এর পর একই ঘটনা ঘটে বজবজের নোদাখালি এলাকায়। রাস্তার মাঝে ওই তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলেই অভিযোগ। তবে এদিন ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।