• রাস্তার ধারে বসে গল্প করছিলেন, আচমকা ধাক্কা টোটোর, প্রাণ গেল ২ মহিলার
    প্রতিদিন | ২৮ জানুয়ারি ২০২৫
  • জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: টোটোর ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে দুই মহিলার মৃত্যু। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল বনগাঁয়। সোমবার ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার আনার পুকুরিয়া এলাকায়। মৃত মহিলাদের নাম পূর্ণিমা রায় (৩৫) ও গীতারানি সরকার (৫১)। তাঁদের বাড়ি অনারপুকুরিয়া এলাকায়। বনগাঁ থানার পুলিশ ঘাতক টোটো-সহ চালককে আটক করেছে।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাস্তার ধারে বসেছিলেন বনগাঁ থানার আঙ্গারপুকুরিয়ার বাসিন্দা পূর্ণিমা রায় ও গীতারানি সরকার। আচমকাই পিছন থেকে একটি টোটো এসে তাঁদের ধাক্কা মারে। ঘটনাস্থলে ছিটকে পড়েন দুজন। স্থানীয়রা দ্রুত তাঁদের উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে পৌঁছলে একজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। অন্যজনের শারীরিক অবস্থারও ক্রমে অবনতি হতে থাকে। পরে তাঁরও মৃত্যু হয়। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

    প্রথমে টোটোচালক স্থানীয়দের সঙ্গে হাসপাতালে গিয়েছিলেন। কিন্তু মৃত্যুর কথা কানে যেতেই তিনি সুযোগ বুঝে পালিয়ে যান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। সোমবার সন্ধ্যায় বনগাঁ থানায় ওই দুই মহিলার পরিবারের তরফে লিখিত অভিযোগ দায়ের করা হয়। ঘাতক চালকের খোঁজে শুরু হয় তল্লাশি। পরে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। ঘাতক টোটোটিকেও আটক করা হয়েছে।

    ঘটনার পর থেকেই এলাকার সাধারণ বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়েছে। বনগাঁ শহর-সহ গ্রামাঞ্চল দিয়ে বেপরোয়াভাবে টোটো চলাচল করে| ফলে নিয়মিত ঘটছে দুর্ঘটনা, বাড়ছে যানজট। টোটো চলাচলের উপরে দ্রুত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন বাসিন্দারা।
  • Link to this news (প্রতিদিন)