নব্যেন্দু হাজরা: সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়র ভাঙা হাতের খোঁজ নিয়ে তাঁকে সাবধানে থাকার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বৈঠক শেষ হওয়ার মুখে গঙ্গাসাগর মেলা সুষ্ঠু ভাবে পরিচালনা করার জন্য পুলিশ ও আমলাদের অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী।
হঠাৎ তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়র উদ্দেশে মুখ্যমন্ত্রী প্রশ্ন করেন, ‘তোমার হাতে কী হয়েছে?’’ খেলতে গিয়ে তাঁর কবজি ভেঙে গিয়েছে, যদিও আঘাত অতটা গুরুতর না হওয়ায় অস্ত্রোপচার করতে হয়নি বলে জানান বাবুল। তখন মুখ্যমন্ত্রী তাঁকে বলেন, “গান গাও, খেলো আর যাই করো, সাবধানে থেকো।” বাবুল কদিন আগে খেলতে গিয়েই হাত ভেঙেছেন। সেই ভাঙা কবজি নিয়ে সোমবার মন্ত্রিসভার বৈঠকে হাজির হয়েছিলেন তিনি,যা নজর এড়ায়নি মুখ্যমন্ত্রীরও।
এদিকে এদিন মন্ত্রিসভার বৈঠকে সরস্বতী পুজোর দিন এলাকায় এলাকায় মন্ত্রীদের নজরদারির নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। কোনও অপ্রীতিকর পরিস্থিতির মোকাবিলায় তৈরি থাকার জন্য মন্ত্রীদের উদ্দেশে তাঁর বার্তা, “সকলে এলাকা দেখে রাখবেন, সতর্ক থাকবেন। কোনও সমস্যা হলে প্রশাসনকে খবর দিন।” ১০ ফেব্রুয়ারি রাজ্যের বাজেট অধিবেশন শুরু। এমন পরিস্থিতিতে এদিন ছিল মন্ত্রিসভার বৈঠক।