• ঘরে বসেই মিলবে এই সার্টিফিকেট, পূর্ব মেদিনীপুরের বাসিন্দাদের জন্য দারুণ উদ্যোগ পুলিশের
    এই সময় | ২৮ জানুয়ারি ২০২৫
  • অভিবাসন, কর্মসংস্থানের জন্য ‘পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট’ প্রয়োজন হয়। কলকাতা বা বিধাননগর পুলিশ কমিশনারেট এলাকায় এই সার্টিফিকেট অনলাইনে পাওয়ার সুবিধা ছিল আগেই। এ বার পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের তরফেও নেওয়া হলো গুরুত্বপূর্ণ উদ্যোগ। এই জেলার বাসিন্দারাও বাড়িতে বসেই এই সার্টিফিকেট পাবেন। 

    সম্প্ৰতি পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানেই জানানো হয়েছে, অনলাইনেই PCC-র (Police Clearance Certificate) জন্য আবেদন করা যাবে এবং শংসাপত্র পাওয়া যাবে। পুলিশের তরফে একটি কিউআর কোড দেওয়া হয়েছে। সেটি স্ক্যান করলেই মিলবে একটি লিঙ্ক। সেখান থেকেই আবেদন পূরণ করে নেওয়া যাবে।

    সংশ্লিষ্ট আবেদনকারীর বা চাকরি প্রার্থীর অপরাধের কোনও পূর্ব ইতিহাস রয়েছে কি না তা জানার জন্যই ‘পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট’ প্রয়োজন হয়। পূর্বে এই সার্টিফিকেট পেতে হলে স্থানীয় থানা বা পুলিশ সুপারের অফিসে গিয়ে আবেদন করতে হতো। সংশ্লিষ্ট জেলার ট্রেজারিতে গিয়ে নির্দিষ্ট আবেদন পত্র পূরণ করে টাকা জমা দিতে হতো। ‘পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট’-এর জন্য হাজিরাও দিতে হত পুলিশ সুপারের অফিসের সংশ্লিষ্ট দপ্তরে। 

    বর্তমানে আর সেই ঝামেলা নেই। https://pcc.wb.gov.in/ ওয়েবসাইটে গিয়েই এই সার্টিফিকেট জন্য আবেদন করা যাবে। আবেদন করার পর কিছুদিনের মধ্যেই হাতে পেয়ে যাবেন PCC সার্টিফিকেট। 

  • Link to this news (এই সময়)