• শূন্যে গুলি ছুড়ে আনন্দ নৈহাটিতে! পিকনিকে পৌঁছে গেল পুলিশ, ধৃত দুই যুবক, উদ্ধার অস্ত্র
    আনন্দবাজার | ২৮ জানুয়ারি ২০২৫
  • মালদহের মানিকচকের পর এ বার উত্তর ২৪ পরগনার নৈহাটি। শূন্যে গুলি ছোড়ার অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তদের ধরল পুলিশ।

    ঘটনাটি ঘটেছে শিবদাসপুর থানা এলাকার ভবাগাছিতে। শীতের মরসুমে বন্ধুরা মিলে পিকনিক করার পরিকল্পনা করেছিলেন একদল যুবক। পিকনিকে সকলে নিজেদের মতো আনন্দে মেতেছিলেন। অভিযোগ, আচমকাই তখন দুই যুবক কোমরে গোঁজা বন্দুক বার করে শূন্যে গুলি ছোড়েন। এক বার নয়, পর পর কয়েক বার গুলি চালান তাঁরা। গুলির শব্দ শুনে ঘটনাস্থলে চলে আসেন স্থানীয়েরা। তাঁরাই অভিযুক্তদের ধরে রেখে খবর দেন পুলিশকে।

    খবর পেয়ে ঘটনাস্থলে আসে শিবদাসপুর থানার পুলিশ। গ্রেফতার করে অভিযুক্তদের। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তদের নাম সুরজিৎ হালদার এবং প্রদীপ বর্মণ। তাঁদের থানায় ধরে নিয়ে গিয়ে জেরা করে পুলিশ। জেরায় তাঁরা স্বীকার করেন, পিকনিকে মজার ছলেই শূন্যে গুলি ছুড়েছেন। পুলিশ অভিযুক্তদের কাছ থেকে ৭ এমএমের দু’টি বন্দুক উদ্ধার করেছে। কোথা থেকে তাঁরা বন্দুক পেলেন, লাইসেন্স আছে কি না, পিকনিকে কেন বন্দুক নিয়ে গিয়েছিলেন, এই সব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ।

  • Link to this news (আনন্দবাজার)