• নিউ টাউনে অবৈধ কল সেন্টারে হানা, ধৃত ৩ মহিলা-সহ ১৫ জন
    আনন্দবাজার | ২৮ জানুয়ারি ২০২৫
  • নিউ টাউনের দু’টি বাণিজ্যিক বহুতলে হানা দিয়ে ভুয়ো কল সেন্টারের হদিস পেলেন রাজ্য পুলিশের সাইবার সেলের গোয়েন্দারা। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে তিন মহিলা-সহ ১৫ জনকে। উদ্ধার করা হয়েছে অনেকগুলি ল্যাপটপ, মোবাইল ফোন ও সাইবার জালিয়াতিতে ব্যবহৃত সরঞ্জাম।

    নিউ টাউনে এ দিন রাজ্য সাইবার অপরাধ দমন শাখার তরফে সংবাদমাধ্যমকে জানানো হয়, সূত্র মারফত খবর পেয়ে গত বুধবার ‘অ্যাস্ট্রা টাওয়ার’ ও ‘অ্যাবাকাস টাওয়ার’ নামে দুই জায়গায় তল্লাশি চালানো হয়। সেখানে ‘দৃষ্টি সলিউশন’ নামে একটি সংস্থা ওই ভুয়ো কল সেন্টার চালাচ্ছিল। বিদেশি নাগরিকদের সফটওয়্যার সংক্রান্ত সহযোগিতা করার টোপদিয়ে তারা প্রতারণা করত বলে অভিযোগ।

    সাইবার অপরাধ শাখার ডিআইজি অমিত রাঠৌর জানান, দেড় বছর ধরে ওই কল সেন্টার চলছিল। যে হেতু বিদেশের সঙ্গে তারা যোগাযোগ রেখে চলত, তাই মূলত রাতের দিকেই সেখানে কাজ হত। একমাত্র বড়দিন কিংবা আন্তর্জাতিক ছুটির দিনে কল সেন্টার বন্ধ রাখা হত। বিভিন্ন কৌশলে বিদেশি নাগরিকদের সম্পর্কে তথ্যসংগ্রহ করত প্রতারকেরা। তার পরে তাঁদের সঙ্গে এমন পেশাদারি মুন্সিয়ানায় কথা বলা হত, যাতে ওই বিদেশিরা বুঝতেই পারতেন না যে, তাঁরা প্রতারণা-চক্রের খপ্পরে পড়েছেন। চক্রের মূল মাথাকে গ্রেফতার করা হয়েছে, এমন দাবিকরে ডিআইজি জানান, আরও কারা এই চক্রে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

    গোয়েন্দারা জানান, দু’টি টাওয়ারে ওই কল সেন্টার চলছিল। সেখানে ৩০ থেকে ৪০ জন কাজ করতেন। গোয়েন্দাদের দাবি, প্রতারণা-চক্রের হাত ধরে বিদেশের টাকা হাওয়ালার মাধ্যমে এ রাজ্যে ঢুকত। এ দিন সংবাদমাধ্যমকে গোয়েন্দারা জানান, ওই দুই জায়গায় হানা দিয়ে ৬২টি ল্যাপটপ ও ৪১টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে।

  • Link to this news (আনন্দবাজার)