• তিলজলায় নাবালককে অপহরণের অভিযোগ, ধৃত এক, আর্থিক লেনদেন নিয়ে বিবাদের জের!
    আনন্দবাজার | ২৮ জানুয়ারি ২০২৫
  • তিলজলায় নাবালককে অপহরণের অভিযোগ। পরিবারের অভিযোগের ভিত্তিতে শেখ নবাব নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার তাঁকে আদালতে হাজির করানো হয়েছিল। আদালত অভিযুক্তের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে।

    নাবালকের পরিবার ১০০ ডায়াল করে পুলিশে অপহরণের অভিযোগ করে। তারা দাবি করে, ওই কিশোরকে জোর করে তুলে নিয়ে গিয়ে আটকে রাখা হয়েছে। তার পরেই তদন্তে নামে পুলিশ। রবিবার নবাবকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগকারী এবং অভিযুক্ত পরস্পরের পরিচিত। দুই পক্ষের মধ্যে টাকাপয়সা নিয়ে ঝামেলা হয়েছে। তার জেরেই কিশোরকে তুলে নিয়ে গিয়েছিলেন নবাব। তাঁকে গ্রেফতারের পরে জেরা করছে পুলিশ। কোনও মুক্তিপণ দাবি করা হয়েছিল কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

  • Link to this news (আনন্দবাজার)