• কলকাতায় আবার অস্ত্র উদ্ধার, গ্রেফতার উত্তরপ্রদেশের ৫ বাসিন্দা
    আনন্দবাজার | ২৮ জানুয়ারি ২০২৫
  • ফের কলকাতায় আগ্নেয়াস্ত্র উদ্ধার হল। ঘটনায় গ্রেফতার উত্তরপ্রদেশের পাঁচ বাসিন্দা। ধৃতদের কাছ থেকে দু’টি আগ্নেয়াস্ত্র-সহ বেশ কয়েক রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে সুরেন্দ্রনাথ উইমেন'স কলেজের সামনে থেকে উত্তরপ্রদেশের পাঁচ দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়। ধৃতদের কাছ থেকে একটি আধা স্বয়ংক্রিয় সেভেন এমএম পিস্তল-সহ দু’টি আগ্নেয়াস্ত্র এবং ১৫ রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে।

    ধৃতদের নাম, শিবশঙ্কর যাদব (২৬), রাহুল যাদব (২৭), আদিত্য মৌর্য (২০), দেবাঙ্ক গুপ্ত (২৪) ও রুকেশ সহানি (৩০)। আগ্নেয়াস্ত্র নিয়ে অপরাধ সংগঠনের উদ্দেশ্যেই ভিন্ রাজ্য থেকে ওই দুষ্কৃতীরা কলকাতায় এসেছিল বলে পুলিশ সূত্রে খবর। ধৃতদের জেরা করে বিস্তারিত জানার চেষ্টা চলছে। আগামিকাল তাদের আদালতে পেশ করা হবে।

  • Link to this news (আনন্দবাজার)