• কলকাতার শিয়ালদহে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেপ্তার ৫
    আজকাল | ২৮ জানুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: ব্যবধান মাত্র তিন মাসের, শিয়ালদহ থেকে ফের অস্ত্র উদ্ধার। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ৫ জনকে।

    সোমবার রাতে শিয়ালদহের সুরেন্দ্রনাথ কলেজের কাছে বৈঠকখানা রোডের একটি বাড়িতে অভিযান চালিয়ে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স অস্ত্র ভাণ্ডারের হদিশ পেল। পুলিশ সূত্রে খবর, দু'টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। ধৃত ৫ জনই বিহারের বাসিন্দা। 

    এই অস্ত্র কাকে বা কাদের,কী উদ্দেশে দেওয়া হত তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাবে পুলিশ। 

    গত নভেম্বর মাসেও শিয়ালদহ চত্বর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছিল। সেই সময় ৫টি আগ্নেয়াস্ত্র ও ৯০ রাউন্ড বুলেট উদ্ধার করেছিল কলকাতা পুলিশ। সেই সময় প্রাথমিক তদন্তে জানা গিয়েছিল, অভিযানে ধৃত ঝাড়খণ্ডের বাসিন্দা ইসমাইল থাকত শিয়ালদহের কাছে রাজাবাজারে। অভিযুক্ত ইসমাইল আসলে একজন ক্রেতা। কলকাতায় এই অস্ত্র আনা হয়েছিল বিহারের মুঙ্গের থেকে। আগাম চুক্তি অনুযায়ী বৈঠকখানা রোডে ইসমাইলের সঙ্গে অস্ত্রের লেনদেন করে। গোপন সূত্রে সেই খবর পেয়ে অভিযানে নামে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। ইসমাইলকে গ্রেপ্তার করা হলেও অস্ত্র বিক্রেতা পলাতক ছিল। 
  • Link to this news (আজকাল)