বিদায়ের আগে ‘মুড সুইং’ শীতের। মঙ্গলবার ভোরেও কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রইল ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরেই। তবে এই ‘শীত সুখ’-এ ইতি পড়তে চলেছে খুব শীঘ্রই। ঝঞ্ঝার ঝক্কি নতুন করে সামলাতে হবে শীতকে। ফলে সরস্বতী পুজোর আগে ঠান্ডার আমেজ থাকলেও কনকনে শীতের দেখা পাওয়া যাবে না। এ দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.১ ডিগ্রি কম। আপাতত দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টিপাতের পূর্বাভাস নেই।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, জানুয়ারি মাসের শেষ এবং ফেব্রুয়ারি মাসের প্রথমে কলকাতার তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। রাজ্যজুড়ে সব জেলায় তাপমাত্রা ৪ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। সর্বনিম্ন তাপমাত্রার সঙ্গে বাড়বে সর্বোচ্চ তাপমাত্রাও। বুধবার থেকেই শুরু হতে পারে হাওয়া বদল। ফলে চলতি মরশুমের মতো বিদায়ের পথে শীত।
বুধবার থেকে নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব শুরু হবে। আর সেই কারণে উত্তুরে হাওয়ার অবাধ প্রবেশ বিঘ্নিত হবে, জানাচ্ছেন আবহবিদরা। আপাতত কোনও জেলাতে ঘন কুয়াশার সতর্কবার্তা নেই। আগামী কাল ভোরে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়বে দৃশ্যমানতাও।
মঙ্গল ও বুধবার দার্জিলিঙের পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ঘন কুয়াশা সম্ভাবনা রয়েছে আগামী ২৪ ঘণ্টায়। উত্তরবঙ্গের জেলাগুলিতেও ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে, পূর্বাভাস দিচ্ছেন আবহবিদরা।