• জার্মানিকে থিম করে আজ উদ্বোধন কলকাতা বইমেলার
    এই সময় | ২৮ জানুয়ারি ২০২৫
  • এই সময়: বঙ্গজীবনের অঙ্গ কলকাতা বইমেলার শুভ উদ্বোধন হবে আজ, মঙ্গলবার। ৪৮তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বছর বইমেলার থিম কান্ট্রি জার্মানি। বিশ্ব–পুস্তকের ডালি সাজিয়ে হাজির থাকছেন আরও অনেক দেশের প্রকাশক।

    তবে এ বারের বইমেলায় সেই চেনা ‘ধুলো–গার্গী–শ্রেয়ষী’দের পাশাপাশি পাঠক–দর্শকদের জন্য আরও একটি নতুন আকর্ষণ সংযোজিত হয়েছে। সেই সংযোজন হলো, বইমেলায় থাকছে ‘এই সময়’–এর বিশেষ প্যাভিলিয়ন। বিশ্ব বাঙালির, বিশ্ব দরবার সাজিয়ে ‘এই সময়’–এর প্যাভিলিয়ন স্বাগত জানাচ্ছে তাঁদের প্রত্যেককে, যাঁদের আনাগোনা সল্টলেকের করুণাময়ীর মেলা গ্রাউন্ডের চৌহদ্দির ছাড়িয়ে ছড়িয়ে আছে ভুবনজুড়ে।

    বইমেলায় স্টল নম্বর ১৯০–এ এই প্যাভিলিয়নে থাকছে নানা আকর্ষণ। স্পট রিপোর্টার হান্ট থেকে অ্যাঙ্কর হান্ট, ফেসবুক রিল কনটেস্ট থেকে স্পট কুইজ়, সুপার মম/ড্যাড, জ্যামিংয়ের পাশাপাশি আরও অনেক কিছু। থাকছে ‘এই সময়’ প্রকাশিত বিশেষ বইমেলা সংখ্যা, ‘গল্প স্বল্প’। যেখানে দুই কভারের ভাঁজে পাঠক পাবেন তরুণ লেখকদের ৫০টি একেবারে ফ্রেশ ছোটগল্প, যার সম্পাদনা করেছেন সাহিত্যিক তিলোত্তমা মজুমদার।

    এই প্যাভিলিয়নে থাকছে নানা আলোচনার আসর। সেই আলোচনায় যোগ দিচ্ছেন বিশিষ্ট সাহিত্যিক থেকে অভিনেতা–অভিনেত্রী, ছাত্রছাত্রী থেকে ক্রীড়া জগতের দিকপালরা। কী কী বিষয়ে এই আলোচনা? ধরা যাক, এই যে বইমেলায় হাজারে হাজারে বই বিক্রি হবে, তা কি পাঠক সত্যিই পড়ছে, নাকি আজকের পাঠক আসলে বই শুনছে? মানে ইউটিউবের অডিয়ো বুকের আসরই কি বাঙালির বই-পড়ার নতুন মাধ্যম হয়ে উঠছে? মোবাইল, টিভি, ইন্টারনেটের যুগে যে হারে মানুষের পড়ার অভ্যেস বদলে যাচ্ছে, তাতে আগামী ১০ বছর পর খবরের কাগজের চেহারা–চরিত্র কী, সেটা জানতে আগ্রহী আমরাও।

    শুধুই গুরুগম্ভীর আলোচনা নয়। রয়েছে নানা স্বাদের আলাপচারিতার সুযোগও। যেমন— বইমেলা মানে এখনও প্রেম করার নিশ্চিন্ত ঠিকানা। কিন্তু আজকের প্রেমের সম্পর্কগুলো ঠিক কেমন? সেটা কি আদৌ প্রেম, নাকি মুহূর্তের সিচুয়েশনশিপ? কমিটমেন্ট নাকি শুধুই অ্যাট্রাকশনেই ঘুরপাক খাচ্ছে এই প্রজন্মের প্রেম? আবার কিশোর বেলার প্রথম প্রেম বদলে যায় অ্যাডাল্টহুডে পৌঁছেই! যে সঙ্গে থাকলে মনে হতো, এই পৃথিবীর সমস্ত ঝড়–ঝাপটা সামলে নিয়ে এগোতে পারব, সেই মানুষটাই কেমন বদলে যায় কয়েক বছর পরেই!

    বেলাশেষের প্রেম, বেলাশুরুর প্রেমের চেয়ে অনেকটাই কি আলাদা? বেশি বয়সের প্রেমে কি পাক ধরে বেশি? প্রশ্নগুলো সহজ কিন্তু উত্তর পেতে আসতেই হবে এই আলোচনাসভায়। এআই–এর যুগে কবিরাও কি গুরুত্ব হারাচ্ছেন? কবিতার কী প্রয়োজন? এমন তির্যক প্রশ্নের জবাব দিতে হাজির থাকবেন কবিই।

    খেলার জগতের মহারথীদেরও বা বাদ দেওয়া কেন, আইপিএলের ফরম্যাট থেকে বিসিসিআই–এর নানা নতুন পলিসি নিয়েও কাটাছেঁড়ার পরিসর থাকবে এই আলোচনাসভায়। তবে শুধু বড়দের কথা ভেবেই বইমেলার আলোচনাগুলো ঘুরপাক খাবে না।

    ছোটদের ভাবনার জগৎ, বলার প্রতিভাকে তুলে ধরতেও মঞ্চ তৈরি করে দেবে ‘এই সময়’। তাদের নানা কল্পনা নিয়ে ছোটদের কথা শোনার আসরও থাকবে মেলায়। থাকবে কবি ও কবিতা পাঠের আসরও। বইমেলা চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। আর প্রতিদিন সন্ধে ৬টা থেকে এই সব মনোজ্ঞ আলোচনায় অংশ নিতে পারবেন আপনিও।

  • Link to this news (এই সময়)