এই সময়: ভারত–বাংলাদেশ সীমান্ত সুরক্ষায় জমি চেয়েও রাজ্য সরকারের কাছ থেকে বিএসএফ সহযোগিতা পাচ্ছে না, এই অভিযোগে বিজেপি একাধিক বার আঙুল তুলেছে রাজ্যের তৃণমূল সরকারের দিকে। তবে শেষমেশ সোমবার রাজ্য মন্ত্রিসভা সীমান্ত সুরক্ষায় বিএসএফকে জমি দিতে সম্মতি দিয়েছে। প্রশাসন সূত্রের খবর, নদিয়ার করিমপুরে বিএসএফকে এক একরের চেয়ে সামান্য কম জমি দেওয়া হচ্ছে।
বাংলাদেশে গত বছর অগস্ট থেকে অস্থির পরিস্থিতি তৈরি হওয়া ইস্তক সীমান্তে কিছু সমস্যা দেখা গিয়েছে। ভারতের অভিযোগ, ও পার থেকে কিছু সাধারণ মানুষের অনুপ্রবেশ যেমন হচ্ছে, তেমনই আবার অবস্থার সুযোগ নিয়ে জঙ্গি কার্যকলাপে জড়িত এবং অন্যান্য অপরাধে অভিযুক্তদের একাংশ চোরাপথে সীমান্ত পেরিয়ে ঢুকে নানা সমস্যা তৈরির চেষ্টা করছে।
এই পরিস্থিতিতে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে আগের চেয়ে কড়া নজরদারি চালানোর উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। ভারতের সঙ্গে বাংলাদেশের স্থল সীমান্ত ৪ হাজার ৯৬ কিলোমিটারের। তার মধ্যে পশ্চিমবঙ্গেই প্রায় ২২০০ কিলোমিটার। আবার এই ২২০০ কিলোমিটারের মধ্যে ৫৯৬ কিলোমিটার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া যায়নি। যার অন্যতম প্রধান কারণ জমি জট।
বিএসএফ বার বার রাজ্যকে সীমান্ত সুরক্ষার জন্য তাদের জমির প্রয়োজনীয়তার কথা জানিয়েছে। শুধু সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্যই নয়, আউটপোস্ট তৈরির জন্যও জমি দরকার বিএসএফের। ইতিমধ্যেই নদিয়ার কৃষ্ণগঞ্জে টুঙ্গি সীমান্তের কাছে চারটি লোহার বাঙ্কারের হদিশ মিলেছে। যেখান থেকে উদ্ধার করা হয়েছে কয়েক লক্ষ ফাইল নিষিদ্ধ কাফ সিরাপ ফেনসিডিল। ওই এলাকা থেকে দুই রোহিঙ্গা যুবককেও গ্রেপ্তার করেছে পুলিশ।
এই পটভূমিকায় এ দিন রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বিএসএফকে সীমান্ত সুরক্ষায় জমি বরাদ্দের প্রস্তবে সিলমোহর দেওয়া হয়। নদিয়া জেলা প্রশাসন ওই জমি অধিগ্রহণ করে বিএসএফের হাতে তা দ্রুত তুলে দেবে।