আজকাল ওয়েবডেস্ক: ‘শীতকাল কবে আসবে সুপর্ণা’, চলতি বছরে রাজ্য জুড়ে এই প্রশ্ন একটু বেশিবারই উচ্চারিত হয়েছে। বিশেষ করে খাস কলকাতায়। তবে বারবার ডাকাডাকি করলেও, শীত এল না সেভাবে। জাঁকিয়ে, ঠকঠক করে হাড় কাঁপানো শীত চলতি মরশুমে শহর কলকাতার মানুষ উপভোগ করতেই পারলেন না সেভাবে। যদিও উত্তরবঙ্গের জেলাগুলিতে এবং দক্ষিণের বেশকিছু জেলায় ক’দিন শীত ভাল ব্যাটিং করেছে।
তবে মাঘের শীত এবার আর রইল না সেভাবে। ইতিমধ্যেই দিনের বেশ অনেকটা সময় জুড়ে গরম ভাব। জানুয়ারি জুড়ে বাড়ছে তপামত্রা। হাওয়া অফিস জানাচ্ছে, দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় কুয়াশার দাপট থাকলেও, আপাতত জানুয়ারিতে বাংলায় কনকনে ঠান্ডার আমেজ পাওয়া যাবে না। বরং ভরা মাঘে তাপমাত্রায় বড়সড় পরিবর্তন দেখা যাবে। চলতি সপ্তাহেই তাপমাত্রা একধাক্কায় পাঁচ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।
অন্যদিকে উত্তরবঙ্গে শীতের মাঝেই তুষারপাতের সঙ্গেই হালকা বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের জেলায় জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
মঙ্গলবার খাস কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। যা সোমবারের থেকেও কিছুটা বেশি। মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস। সোমবার তা ছিল ১৪.২ ডিগ্রি সেলসিয়ায়। হাওয়া অফিস আগেই জানিয়েছে, বুধবার থেকে দক্ষিণবঙ্গে তাপমাত্রার পারদ ক্রমশ চড়বে। চলতি সপ্তাহের মাঝামাঝি সময়ে সর্বনিম্ন তাপমাত্রা একধাক্কায় তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।