রাজ্য সরকার প্রচুর বাস চালক-কন্ডাক্টর নিয়োগ করবে, শূন্যপদ কত?
আজ তক | ২৮ জানুয়ারি ২০২৫
শহর কলকাতায় সরকারি বাস ক্রমেই কমছে, এই অভিযোগ সাধারণ মানুষের। বহুদিন থেকেই এই অভিযোগ শোনা যাচ্ছে। পরিস্থিতি বদলাতে এবার উদ্যোগ নিল রাজ্য সরকার। সরকারি বাসের জন্য এবার ৯০০ জন চুক্তিভিত্তিক চালক-কন্ডাক্টর নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যের তরফ থেকে। সরকারি সূত্রে খবর, সোমবারের মন্ত্রিসভার বৈঠক থেকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
প্রসঙ্গত, কয়েকদিন আগে নবান্নে প্রশাসনিক বৈঠকে রাস্তায় পর্যাপ্ত সরকারি বাস না থাকা নিয়ে পরিবহণ মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তীকে মুখ্যমন্ত্রীর প্রশ্নের মুখে পড়তে হয়েছিল। এমনকী সাধারণ মানুষকে বাসের জন্য যে রীতিমতো ভোগান্তি পোহাতে হচ্ছে তা খতিয়ে দেখতে খোদ মন্ত্রীকেই রাস্তায় নামার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এই সমস্যার কারণ খুঁজতে গিয়ে জানা যায়, যথেষ্ট বাস রয়েছে রাজ্যের হাতে। তবে পর্যাপ্ত চালক এবং কন্ডাক্টর না থাকায় ঠিকমতো বাস চলানো সম্ভব হচ্ছে না। যার ফলে সমস্যায় পড়তে হচ্ছে আমজনতাকে।
পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম চাইলেও রাস্তায় বাড়াতে পারছেনা সরকারি বাসের সংখ্যা। সরকারি পরিসংখ্যান জানাচ্ছে, প্রতি মাসে প্রায় ১৫ জন করে চালক এবং কন্ডাক্টর অবসর নিচ্ছেন, যার জেরে দিনে দিনে সরকারি বসে অভাব দেখা দিচ্ছে। আর এই কারণেই সরকারি বাসের সংখ্যা বেশি থাকলেও, রাস্তায় দেখা মিলছে না। পরিস্থিতি সামলাতে রাজ্য পরিবহণ দফতরের তরফ থেকে শহরের রাস্তায় আরও বেশি সংখ্যায় সরকারি বাস নামাতে নতুন করে অস্থায়ী বাস চালক ও কন্ডাক্টার নিয়োগের প্রস্তাব দেওয়া হয় রাজ্য মন্ত্রিসভায়। সোমবার রাজ্য মন্ত্রিসভা সেই প্রস্তাবে অনুমোদন দিয়েছে বলেই খবর। জানা যাচ্ছে, সোমবার রাজ্য মন্ত্রিসভা ৮৮১ জন অস্থায়ী কর্মী নিয়োগের বিষয়ে ছাড়পত্র দিয়েছে। যার মধ্যে ৪৮৭ জন ড্রাইভার এবং ৩৯৪ জন কন্ডাক্টার।
শহরের বুকে এই মুহূর্তে যে বাস চলে সেগুলি গড়ে ৩০০০-এর মতো ট্রিপে এতদিন চলাচল করত। নতুন এই নিয়োগের ফলে প্রায় ছোট বড় মিলে ৪২০০ ট্রিপে বাস চালানো সম্ভব হবে বলেই মনে করা হচ্ছে। পরিবহণ দফতরের আধিকারিকরা যে পরিসংখ্যান দিয়েছেন তাতে এই মুহূর্তে একটি সরকারি বাসকে গড়ে তিনবার যাতায়াত করানো যায়। নতুন এই নিয়োগের ফলে সেই বাসকে আরও বেশি করে ব্যবহার করা যাবে। ফলে রাস্তায় বাসের অপ্রতুলতা নিয়ে যে অভিযোগ উঠছিল তা একপ্রকার নিরসন করা যাবে বলেই মনে করছেন তাঁরা ৷ পরিবহণ দফতর সূত্রে খবর, এই মুহূর্তে প্রতিদিন শহরের রাস্তায় প্রায় ৭৫০ টি বাস প্রতিদিন নামে। উল্লেখ্য, লোকডাউনের পর থেকেই রাজ্যে পরিবহণের জন্য নিয়োগ করা হয়নি কোন কর্মী। অবশেষে নিয়োগ হতে চলেছে চুক্তিভিত্তিক কর্মী। নতুন এই কন্ডাক্টার এবং বাসচালক নিয়োগের ফলে এবার সরকারি বাস নিয়ে যে অভিযোগ ছিল বহুদিনের তার সমাধান হবে বলেই আশা করা যায়।