• আরজি কর কাণ্ড: 'এবার ওঁরা রাজনীতি করছেন,' নির্যাতিতার মা-বাবাকে টার্গেট কল্যাণেরও
    আজ তক | ২৮ জানুয়ারি ২০২৫
  • বারংবার বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আরজি করের নির্যাতিতার বাবা-মাকে নিশানা করে ফের বিতর্ক উস্কে দিলেন কল্যাণ। তবে তিনি একাই নন, এর আগে আরজি করের নির্যাতিতা চিকিৎসক তরুণীর বাবা-মাকে নিশানা করেন  কুণাল ঘোষ, ফিরহাদ হাকিমও।

    আরজি কর কাণ্ডে নির্যাতিতার বাবা-মা হাইকোর্টে জানিয়ে দেন সিবিআই ও রাজ্যের করা মামলায় তাঁরা ফাঁসি চাননি। এ প্রসঙ্গে কল্যাণ বলেন, "আজকে উনি ফাঁসি চাইলেন না। তাহলে উনি কী চাইছেন? অন্য মহিলাদের ক্ষেত্রে যদি রেপ করে খুন করে, তাহলে দোষীদের মৃত্যুদণ্ড দেওয়া হবে না, এটাই উনি চাইছেন? যেহেতু ওনার মেয়ে রেপড হয়ে মারা গিয়েছেন, অন্য মেয়েদের ক্ষেত্রে যদি এরকম ঘটনা ঘটে, তাহলে দোষীর ফাঁসি সাজা হবে না বলা হচ্ছে? আসলে ওনারা এখন রাজনীতি করছেন। খুব ভাল রাজনীতি করছেন। আই অ্যাম সরি টু সে, কিন্তু নাও দে আর ইন পলিটিক্স, কমপ্লিটলি পলিটিক্স। বিকাশ ভট্টাচার্যের কথা আর ওনাদের কথা এক হয়ে গেছে।"

    প্রসঙ্গত, রাজ্যের এবং সিবিআই-এর মামলায় এখনই সঞ্জয় রায়ের ফাঁসি চান না আরজি করের নির্যাতিতার পরিবার। সোমবার কলকাতা হাইকোর্টে, সঞ্জয়ের সর্বোচ্চ শাস্তির দাবিতে রাজ্য ও সিবিআই-এর মামলার শুনানি হয়। সেখানে ছিলেন নির্যাতিতার পরিবার ও তাঁদের আইনজীবী। নির্যাতিতার বাবা হাইকোর্টের বাইরে বলেন, "আমরা চাইছি যারা যারা জড়িত সকলকে এই মামলার, তদন্তের আওয়তায় আনা হোক। বিচারের মাধ্যমে তাদের কঠোর থেকে কঠোরতর শাস্তি দেওয়া হোক।" নির্যাতিতার বাবা আরও বলেন, "আমরা আর কোথায় যাব? সিবিআই তো কাজই করছে না... রাজ্য পুলিশও আমাদের ডুবিয়েছে, সিবিআই-ও।" যে কারণে এখনই সঞ্জয়ের ফাঁসিতে সায় নেই নির্যাতিতার পরিবারের। এই সিদ্ধান্তে ক্ষুন্ন শাসক দল।

    এ প্রসঙ্গে মেয়র ফিরহাদ হাকিম বলেন,  “এখন এমন হয়ে গিয়েছে, উনি এখন যাদের পাল্লায় পড়েছেন, এবার ওনারা পলিটিক্স করছেন, তাঁকে নিয়ে। মুখ্যমন্ত্রী লেফটিস্টদের দয়ায় বা কারওর দয়ায় মুখ্যমন্ত্রীর পদে বসে নেই। বাংলার মানুষের সমর্থন নিয়ে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে রয়েছেন। আমি আবার বলব, আপনি আপনার এক্তিয়ারের মধ্যে থাকুন, নিশ্চিতভাবে ন্যায় চান। আমরাও অত্যন্ত দুঃখিত সিবিআই যেভাবে তদন্ত করেছে। কিন্তু তার মানে এই নয় যে আপনাকে দিয়ে যা বলাবে, তাই বলবেন…।”

    অন্যদিকে, কুণালও বলেন, 'কিছু অতৃপ্ত আত্মা এই মৃত্যুকে কেন্দ্র করে সরকার বিরোধী, মুখ্যমন্ত্রী বিরোধী রাজনীতি করছে, তাদের পাল্লায় পড়বেন না। প্ররোচনায় পা দেবেন না....কারা কী শেখাচ্ছে,  কোন কারণে বলছেন, কীসের ভিত্তিতে বলছেন, এটা গোটা বিষয়টাই তদন্তে আসা উচিত। জুনিয়র ডাক্তারদের ফান্ড কে কে পাচ্ছে? ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপকে টাকা দিতে হল কেন?" এবার একই সুর শোনা গেল কল্যাণের মুখেও।
     
  • Link to this news (আজ তক)